ওদেরও একদিন ছিল নিজের বাড়ি, আজ তারা ঘর থেকে দূরে

ওদেরও একদিন ছিল নিজের বাড়ি, আজ তারা ঘর থেকে দূরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা, ১৬ ই জানুয়ারী : ওদের ও একদিন ছিল নিজের ঘরবাড়ি । একদিন ওদের অনেকেই মায়ের হাতে তৈরি করা পিঠের স্বাদ পেয়েছিল । আজ তারা ঘর থেকে দূরে । কেউ পথ ভুলে হারিয়ে , কেউ ছোটো ভুলের মাশুল দিয়ে , কেউ বা বড়দের সাথে দেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে । কোনো উৎসব ওদের সেভাবে স্পর্শ করে না । অথচ স্নেহের পরশ পাওয়ার ওরা প্রত্যাশী । কিশলয় হোমের ঘর ছাড়া , অনাথ , দুঃস্থ শিশুরা শিশু উন্নয়নের আওতায় থাকলেও ঘরের ছোঁয়া পায় না । উত্তর চব্বিশ পরগনার বারাসাতে কিশলয় আবাসিক হোমের অনাথ দুঃস্থ শিশুদের জীবনে এবছর এক ঝলক আলো আর টাটকা মুক্ত বাতাস নিয়ে এল একটি স্বেচ্ছাসেবী সংগঠন । প্রতিটি খুদে আবাসিক পিঠে পুলির স্বাদ নিল , যেন স্বাদ পেল ঘরোয়া জীবনের ।

পোংগোল , বিহু বা উত্তরায়ণ যেমন সারা ভারতের বিভিন্ন রাজ্যে উৎসবমুখর একটি দিন, ঠিক সেভাবেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনটি বাঙ্গালীর জীবনে উৎসবের মোড়কে ঘেরা । ঘরে ঘরে এদিন পুণ্যলগ্নে পিঠে পুলির আয়োজন । ঘরে ঘরে পাটিসাপটা , চিতই পিঠে , ভাপা পিঠে বা আসকে পিঠের আয়োজন যখন চলছে , শহরের দোকানে রাশি রাশি পিঠে থরে থরে সাজানো তখন কার্যত গৃহে পরবাসী হয়ে থাকা দুঃস্থ ঘরছাড়া শিশুদের মনের কোণে উঁকি দিয়ে যায় পৌষ পাবণের উৎসব যা তারা হারিয়ে এসেছে । তাই স্বেচ্ছাসেবী সংস্থা ভরসা দিয়ে গেল ভরসা -ছোটো হাত গুলিতে পিঠে তুলে দিয়ে ।এই উৎসবে আবাসিকদের সাথে একাত্ম হয়ে মানবিক বার্তা বয়ে নিয়ে এলেন উত্তর চব্বিশ পরগণা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী । উপস্থিত ছিলেন আবাসিক হোমের সুপার ছাড়াও কিছু বিদগ্ধ গুণীজন । ছিলেন তৃণমূল নেতা ও বারাসাত পৌরসভার পুরপ্রধান সুনীল মুখার্জী । রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনৈতিক কচকচির মধ্যে না ঢুকতে চেয়ে ফুটিয়ে তুললেন মানবিক আবেদনের তুলির ছোঁয়া যার স্পর্শে একদিনের জন্য হলেও জীবনকে ঘরোয়া ভাবে খুঁজে পেল কিশলয় হোমের ঘরছাড়া ১২০ জন আবাসিক । পুণ্যলগ্নের পুণ্যছোঁয়া পেয়ে পূর্ণ হল অনাথ ও দুঃস্থ জীবন । ॥ ॥
বাইট 1নারায়ণ গোস্বামী ,জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষ ২ সুনীল মুখার্জী বারাসত পৌরসভার চেয়ারম্যান , ৩ কিশলয় হোমের সুপার ও ৪ জনৈক আবাসিক ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top