ওবিসির মধ্যেও রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ঃ শুভেন্দু অধিকারী। ওবিসির মধ্যেও রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বিশেষ সম্প্রদায়ের ৯৮ শতাংশ মানুষকে ওনি ওবিসির আওতায় এনেছেন। ভোট ব্যাঙ্কের রাজনীতি করার জন্যই ওনি এটা করেছেন।
এদিন সন্ধ্যায় বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত কাঁচরাপাড়ার মিলন উৎসবে এসে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন,সংখ্যালঘু নয় এমন ওবিসিভুক্তরা কর্ম ও শিক্ষা ক্ষেত্রে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এদিনের বক্তব্যে বিরোধী দলনেতা ফের কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ টেনে বলেন, ব্যারাকপুরে শিল্পাঞ্চলে শুধু সুবোধ অধিকারী নন,এক মন্ত্রী সহ দুই বিধায়কও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে।
রাজ্যের শাসকদলকে আক্রমণ করে তিনি আরও বলেন,২ রা মের পর ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে ঘরবাড়ি ভাঙচুর, দলীয় কার্যালয় দখল,দোকানপাট লুঠ ছাড়াও বেশ কয়েকজনকে খুন করেছে তৃনমূলী গুন্ডা বাহিনী। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য শুধু দেখেছে। কোন পদক্ষেপই করেনি। আগামীতে সুদে-আসলে এর হিসাব নেওয়া হবে। বীজপুরের বর্তমান বিধায়ক সুবোধ অধিকারীকে নিয়ে তার কটাক্ষ,ওনি কেন্দ্রীয় এজেন্সির ডাক পেয়েছেন। আইনি লড়াইয়ের জন্যে ওনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।
আর এখানকার দলবদলু প্রাক্তন বিধায়কে কাউন্সিলর করে দলে রেখে দেওয়া হয়েছে। ওনি দলে কোনরকম পাত্তাই পাচ্ছেন না। ওনার একটি চিঠি পাওয়া গেছে। টেট কেলেঙ্কারিতে আছেন। পরীক্ষা দেয়নি। অথচ এখনও চাকরি করছে। ডায়মন্ডহারবার থেকে এসটিএফের হাতে জঙ্গি পাকড়াওয়ের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান,পশ্চিমবঙ্গ জঙ্গিদের হাব। আর দক্ষিণ ২৪ পরগনা হচ্ছে মুল প্রবেশ পথ।
তিনি বলেন,আমাদের স্লোগান, জাতপাতের বিরুদ্ধে,পরিবারবাদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, মেধামুক্ত কর্মসংস্থান,কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা ও রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ। এই স্লোগানকে সামনে রেখেই আগামীতে আমাদের লড়াই চলবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, বিধায়ক বঙ্কিম ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।