ওভার লোড ট্রাক্টর উল্টে যানজট আসানসোলের এস বি গড়াই রোডে

ওভার লোড ট্রাক্টর উল্টে যানজট আসানসোলের এস বি গড়াই রোডে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২৮ শে জুন:দিনের ব্যস্ততম সময়ে ওভার লোডের ট্রাক্টর উল্টে যানজট আসানসোলের এস বি গড়াই রোডে ৷ ঘটনাটি ঘটে পুরসভার ৪৫নং ওয়ার্ড তথা আসানসোল জেলা হাসপাতাল লাগোয়া রাম সায়ের সংলগ্ন এলাকায় ৷ এদিন সকাল ১০:৩০ মিনিট নাগাদ ওই অঞ্চলে নির্মাণ কাজে ব্যবহৃত ইঁটের সরবরাহকারি একটি ওভারলোডের ট্রাক্টর পিছনের চাকা ভেঙে মাঝ রাস্তায় হঠাৎই উল্টে যায় ৷ এরফলে ট্রাক্টরের পাশ দিয়ে মোটর বাইকে যাওয়া দুই সওয়ারি অল্প- বিস্তর জখম হয় ৷ পাশাপাশি ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ হাসপাতাল লাগোয়া অঞ্চলে এই ঘটনা ঘটায় রোগী পরিবহনকারি নিশ্চয়যানগুলি হাসপাতালে ঢুকতে অসুবিধার সম্মুখিন হয় ৷ প্রায় ঘন্টা খানেক যান জটের কারণে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায় , শহরবাসীর অন্যতম প্রয়োজনীয় রাস্তা এস বি গড়াই রোড ৷ একই সাথে এই রাস্তা শহরের জিটি রোডের বিকল্প রাস্তা ৷ এই রাস্তার ওপরেই জেলা হাসপাতাল ও একাধিক স্কুল রয়েছে ৷ তারপরেও দিনের ব্যস্ততম সময়ে এই রাস্তায় ওভারলোড গাড়ি চলাচলের নিয়ন্ত্রন নেই প্রশাসনের ৷ যানজটের কারণে মানুষ প্রতিদিন অসুবিধা ভোগ করছেন ৷ যদিও শেষ খবর পর্যন্ত ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ পৌঁছে যানজট স্বাভাবিক করার পাশাপাশি উল্টে যাওয়া গাড়িটিকে স্থানান্তরিত করার ব্যবস্থা করে* ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top