নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২৮ শে জুন:দিনের ব্যস্ততম সময়ে ওভার লোডের ট্রাক্টর উল্টে যানজট আসানসোলের এস বি গড়াই রোডে ৷ ঘটনাটি ঘটে পুরসভার ৪৫নং ওয়ার্ড তথা আসানসোল জেলা হাসপাতাল লাগোয়া রাম সায়ের সংলগ্ন এলাকায় ৷ এদিন সকাল ১০:৩০ মিনিট নাগাদ ওই অঞ্চলে নির্মাণ কাজে ব্যবহৃত ইঁটের সরবরাহকারি একটি ওভারলোডের ট্রাক্টর পিছনের চাকা ভেঙে মাঝ রাস্তায় হঠাৎই উল্টে যায় ৷ এরফলে ট্রাক্টরের পাশ দিয়ে মোটর বাইকে যাওয়া দুই সওয়ারি অল্প- বিস্তর জখম হয় ৷ পাশাপাশি ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ হাসপাতাল লাগোয়া অঞ্চলে এই ঘটনা ঘটায় রোগী পরিবহনকারি নিশ্চয়যানগুলি হাসপাতালে ঢুকতে অসুবিধার সম্মুখিন হয় ৷ প্রায় ঘন্টা খানেক যান জটের কারণে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায় , শহরবাসীর অন্যতম প্রয়োজনীয় রাস্তা এস বি গড়াই রোড ৷ একই সাথে এই রাস্তা শহরের জিটি রোডের বিকল্প রাস্তা ৷ এই রাস্তার ওপরেই জেলা হাসপাতাল ও একাধিক স্কুল রয়েছে ৷ তারপরেও দিনের ব্যস্ততম সময়ে এই রাস্তায় ওভারলোড গাড়ি চলাচলের নিয়ন্ত্রন নেই প্রশাসনের ৷ যানজটের কারণে মানুষ প্রতিদিন অসুবিধা ভোগ করছেন ৷ যদিও শেষ খবর পর্যন্ত ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ পৌঁছে যানজট স্বাভাবিক করার পাশাপাশি উল্টে যাওয়া গাড়িটিকে স্থানান্তরিত করার ব্যবস্থা করে* ৷
ওভার লোড ট্রাক্টর উল্টে যানজট আসানসোলের এস বি গড়াই রোডে
ওভার লোড ট্রাক্টর উল্টে যানজট আসানসোলের এস বি গড়াই রোডে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram