খেলা – রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন মুম্বাই ইন্ডিয়ান্স নয়, বরং ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট লিগ দ্য হান্ড্রেড-এর ওভাল ইনভিনসিবলস দলটির নাম পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের এই দলে ৪৯ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। খবর অনুযায়ী, ২০২৬ সাল থেকে ওভাল ইনভিনসিবলসের নাম বদলে রাখা হতে পারে ‘এমআই লন্ডন’।
রিপোর্টে জানা গেছে, এমআই ব্র্যান্ডটিকে বিশ্বব্যাপী আরও বিস্তৃত করতে এই পদক্ষেপ নিতে আগ্রহী আম্বানি পরিবার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) এ নিয়ে কোনো আপত্তি নেই, কারণ দ্য হান্ড্রেড লিগে কাউন্টি দলের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে নাম পরিবর্তনে প্রশাসনিক কোনো বাধা নেই।
যদি ওভাল ইনভিনসিবলসের নাম পরিবর্তন করে এমআই লন্ডন রাখা হয়, তাহলে এটি আম্বানি পরিবারের মালিকানাধীন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিগুলির তালিকায় নতুন সংযোজন হবে। বর্তমানে তাদের মালিকানায় রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, উইমেন্স প্রিমিয়ার লিগের মুম্বাই ইন্ডিয়ান্স, এমআই কেপ টাউন, এমআই নিউইয়র্ক এবং এমআই এমিরেটস।
দলটির বর্তমান পারফরম্যান্সও দারুণ। স্যাম বিলিংসের নেতৃত্বে ওভাল ইনভিনসিবলস এখন পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। সম্প্রতি ট্রেন্ট রকেটসের বিরুদ্ধে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পেয়েছে তারা। সেই ম্যাচে জর্ডান কক্স এবং স্যাম কুরানের দুর্দান্ত ব্যাটিং দলকে সহজ জয় এনে দেয়।
