ওভাল টেস্টে করুণ নায়ারের অর্ধশতরান ও ‘ক্রিকেটের স্পিরিট’-এর উদাহরণ

ওভাল টেস্টে করুণ নায়ারের অর্ধশতরান ও ‘ক্রিকেটের স্পিরিট’-এর উদাহরণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – ওভাল টেস্টের প্রথম দিনে ভারত ৬ উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছে, যেখানে করুণ নায়ার ৫২ রানে অপরাজিত থেকে সকলের মন জয় করেছেন। ব্যাট হাতে তার দৃঢ় পারফরম্যান্সের পাশাপাশি এক মানবিক সিদ্ধান্তের জন্যও তিনি প্রশংসিত হয়েছেন। ঘটনাটি ঘটে যখন করুণ নায়ার মিড-অফ অঞ্চলে একটি শট খেলেন এবং ফিল্ডার ক্রিস ওকস বলের পেছনে ছুটতে গিয়ে পড়ে যান, ফলে তার কাঁধে চোট লাগে। তখন নায়ার তিনটি রান সম্পন্ন করেছিলেন এবং সহজেই চতুর্থ রান নিতে পারতেন, কিন্তু ওকসের চোট দেখে তিনি অতিরিক্ত রান না নিয়ে থেমে যান। তার এই সিদ্ধান্ত ক্রিকেট মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

দীর্ঘ আট বছর পর টেস্টে ফেরার পর এই অর্ধশতরান করুণ নায়ারের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষেই তিনি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন, কিন্তু প্রায় ৩১৪৬ দিন ধরে টেস্ট দলে সুযোগ পাননি। চলতি সিরিজের শুরুর ম্যাচগুলোতে ব্যর্থ হলেও ওভাল টেস্টে তার এই অর্ধশতরান সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে। তার ইনিংসের সৌজন্যেই ভারতীয় দল প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডি পেরোতে সক্ষম হয়েছে। এখন নজর থাকবে দ্বিতীয় দিনের দিকে, যেখানে নায়ার শতরানের দিকে এগোতে পারবেন কি না সেটাই দেখার বিষয়। শতরান করতে পারলে তা শুধু দলের জন্য নয়, তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যও একটি বড় মাইলফলক হয়ে উঠবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top