‘ওমিক্রন থামাতে ভ্রমণের নিষেধাজ্ঞা ‘অযৌক্তিক’, বললেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহালা। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে ইসরায়েল সব দেশ থেকেই বিদেশিদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওমিক্রন সবশেষ শনাক্ত হয়েছে ইতালি ও জার্মানিতে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন এখন বেলজিয়াম, ইসরায়েল, হংকং-এর পাশপাশি নতুন করে ইতালি এবং জার্মানিতেও উপস্থিতি মেলেছে। এক ইতালির নাগরিক ব্যবসায় সংক্রান্তে আফ্রিকার দেশ মোজাম্বিকে ভ্রমণ শেষে ১১ নভেম্বর রোমে ফিরেন।
তার বাড়ি নেপলসের কাছাকাছি। ওই ব্যক্তির পরিবারের ৫ সদস্যের হালকা উপসর্গ রয়েছে বলে জানায় ইতালীয় সংবাদমাধ্যম লাপ্রেস। তাদের সবারই করোনা টেস্ট হয়েছে। ওই ব্যক্তির দুই ডোজ টিকা নেওয়া ছিল। এদিকে জার্মানির ম্যাক্স ভন পেটেনকোফার ইনস্টিটিউট, মিউনিখভিত্তিক মাইক্রোবায়োলজি কেন্দ্র বলেছে গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এক ফ্লাইটে আসা দুই যাত্রীর মধ্যে ওমিক্রনের উপস্থিত পাওয়া গেছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞাই একমাত্র সমাধান নয়। দ্য কনভারসেশনে প্রকাশিত ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, সিডনি’র বিশ্ব স্বাস্থ্য ও উন্নয়ন বিষয়ের অধ্যাপক অ্যান্থনি জি’র এক লেখায় এমনটি দাবি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্তের কথা জানা যায় গত সোমবার (২২ নভেম্বর)। এরপরই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ অনেক দেশ দক্ষিণ আফ্রিকা এবং এর প্রতিবেশী কিছু দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা বা ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে।
সর্বশেষ ইসরায়েল সব দেশ থেকেই বিদেশিদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দক্ষিণ আফ্রিকার সরকার এ নিয়ে আক্ষেপ জানিয়েছে। একাধারে চারদিক থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির বিষয়টিকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহালা। দ্য কনভারসেশনে প্রকাশিত লেখায় বলা হয়েছে, ডব্লিউএইচও কখনও গড়পড়তা ফ্লাইট বাতিল বা ভ্রমণে নিষেধাজ্ঞার পরামর্শ দেয় না।
আর ও পড়ুন ত্রিপুরার ভোটের ফলাফল প্রসঙ্গে কি বললেন সৌগত রায়?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যেসব পদক্ষেপের কার্যকারিতা প্রমাণিত, সেগুলোর দিকে নজর দেওয়া দরকার, যেমন—টিকাদান, নিয়মিত হাত জীবাণুমুক্তকরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, ভালভাবে মাস্ক পরা এবং ভেন্টিলেশনের সঠিক ব্যবস্থা থাকা। ওমিক্রনের পর সব দেশকে করোনার পরীক্ষা-নিরীক্ষা বাড়ানোর নির্দেশনা দিয়েছে ডব্লিউএইচও। রোগীদের ওপর নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে। নতুন এ ভ্যারিয়্যান্টের বিষয়ে বিজ্ঞানীদের আরও ভালো জানাশোনা তৈরি হওয়ার আগ পর্যন্ত বাড়তি সতর্কতা জারির কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে যুক্তরাজ্যে নতুন ভ্যারিন্টে শনাক্তের বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের পিসিআর টেস্ট করা হবে এবং তাদের করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। দোকান, শপিং মল, গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আগামী তিন সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।’ এছাড়া বুস্টার ডোজ নিতে প্রচারণা চালানোরও কথা জানান তিনি। ব্রিটেনে প্রবেশে ইতোমধ্যে আফ্রিকার ১০ দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আফ্রিকার সঙ্গে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরান, জাপান, থাইল্যান্ড, ওমান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, নিউ জিল্যান্ডসহ আরও দেশ।