আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে ভারত৷ টেস্টে দ্বিতীয় দিনের শেষে চাপে রয়েছে ক্যারিবিয়ানরাই৷এদিন ডারেন ব্র্যাভোর উইকেট নিয়ে রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ৷ ভারতীয় পেসার হিসেবে দ্রুততম ৫০টি টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁলেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসার৷
মাত্র ১১টি টেস্ট খেলেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন জসপ্রীত বুমরাহ৷ এর আগে ১৩টি টেস্ট খেলায় ৫০টি উইকেট নিয়ে যুগ্মভাবে দ্রুততম ভারতীয় পেসার ছিলেন ভেঙ্কটেশ প্রসাদ ও মহম্মদ শামি৷ কিন্তু তার থেকেও দু’টি কম টেস্ট খেলে এই মাইলস্টোন ছুঁলেন বুমরাহ৷
সুতরাং ১১টি টেস্টে এই মাইলস্টোন ছুঁয়ে তৃতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসেবে হিরোওয়ানি ও ভাজ্জির সঙ্গে একই আসনে রয়েছেন বুমরাহ৷