‘ওল্ড ইস গোল্ড’ বললেন মন্ত্রী অরুপ রায়। রবিবার, মহালয়ার দিনে হাওড়া শহরে একটি দুর্গাপুজোর অনুষ্ঠানে এসে সমীর পাঁজা বিতর্কে বললেন সমবায় মন্ত্রী অরুপ রায়। তিনি জানান, ১৯৯৭ সালে এফিডেভিটি করে ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ। সেই থেকে যারা খালি পেটে বুক চিতিয়ে দলের হয়ে লড়াই করেছিলেন তাঁরা দলের সম্পদ। তাঁদেরকে কেউ ছোট করলে অসম্মানিত করলে তিনি অবশ্যই সেটা বরদাস্ত করবেন না। মন্ত্রী বলেন ‘ওল্ড ইস গোল্ড’। পুরানো কর্মীরাই দলের আসল সম্পদ।
তাঁদের কোনও বিকল্প হয় না। তবে কেউ বয়সের ভারে আর কাজ করতে পারছেন না সেটা আলাদা বিষয়। তাই তিনি জানান, যদি কখনও দল মনে করে তাঁকে আর দলের প্রয়োজন নেই, এই একটা ইশারা পেলেই তিনি সসম্মানে সরে যাবেন। তাঁকে তাড়িয়ে দিতে হবে না, এমনই দাবি করেন মন্ত্রী। তবে কর্মক্ষমতা থাকা সত্ত্বেও তাঁকে অবহেলা করবে কেউ, এটা তিনি মেনে নেবেন না বলে সাফ জানান।
আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে
পাশাপাশি তিনি জানান, সমীর দলের অনেক পুরানো কর্মী। অনেক ঝড় ঝাপ্টা সামলে আজকেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে কথা হয়েছে ইতিমধ্যে। তার অভিমান মিটিয়ে নেওয়া হবে বলেই জানান তিনি। এছাড়াও তিনি মনে করিয়ে দেন নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।
তবে সেটা করতে গিয়ে কোনোভাবেই দলের পুরানো কর্মীদেরকে অসম্মান ও অবহেলা করা যাবে না। এটা তিনি দলের কাছে দাবি করবেন। মন্ত্রী জানান, তাঁদের দলের নেত্রী ও প্রতীক মমতা বন্দোপাধ্যায়। তাঁকে সামনে রেখেই তাঁরা তৃণমূল কংগ্রেস করছেন। দলে ছিলেন আছেন ও থাকবেন। ওল্ড ইস গোল্ড