Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
A fire broke out at a railway workshop in Kharagpur

খড়গপুরে রেলের ওয়ার্কশপে আগুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

খড়গপুরে রেলের ওয়ার্কশপে আগুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ওয়ার্কশপে

খড়গপুরে রেলের ওয়ার্কশপে আগুন , এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আগুন লাগল খড়গপুর ওয়ার্কশপে। মঙ্গলবার দিনের প্রথমার্ধে বেলা ১১টা ১০নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আগুন লেগে একটি কোচ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। বেশ কিছুক্ষণ এর চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রাথমিকভাবে জানা গিয়েছে ক্যারেজ ওয়ার্কশপের পাশেই করোশান ওয়ার্কশপ থেকে সামান্য দূরত্বে। আগুন লাগার সম্ভাব্য কারন খুঁজে দেখা হচ্ছে। তবে একটি সূত্র জানিয়েছে কোচটির মেরামতি সম্পুর্ন হওয়ার পর রঙ করার পর তা গাড়িতে জোড়ার জন্য তৈরি ছিল।

 

ওয়ার্কশপের একটি সূত্র জানিয়েছে, দূরপাল্লার জন্য ব্যবহৃত একটি বাতানুকূল বা এয়ার কন্ডিশনার যাত্রীবাহী কোচ প্রায় ১০০% তৈরি হয়ে যাওয়ার পর সেটি দাঁড়িয়েছিল করোশান শপ সংলগ্ন ২৬নম্বর শপের SBR বিভাগে। সামান্য কিছু অংশে ওয়েল্ডিং করা হচ্ছিল। সম্ভবতঃ তখনই আগুন লেগে যায়।উপস্থিত শ্রমিকরা সাথে সাথেই তাঁরা কোচটিকে একটি কোচ বহনকারী যানের (Traversar) ওপর চাপিয়ে বাইরে পাঠানোর চেষ্টা করেন। ওই শপ থেকে বেরিয়ে প্রায় ৮০ফুট দূরত্বের একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। নিউ এয়ার ব্রেক শপের কাছে দাউদাউ করে জ্বলে উঠতে দেখা যায় কোচটিকে।

 

স্থানীয় একটি সূত্রে জানা গেছে ওই মুহূর্তে জ্বলে ওঠা কোচটিকে বাইরে বের করতে না পারলে পুরো করোশন ওয়ার্কশপটাই জ্বলে যেতে পারত। ক্ষতির পরিমাণ দাঁড়াতো কয়েক কোটিতে। এক শ্রমিক জানিয়েছেন। কোচটির কাজ পুরো শেষ হয়ে গিয়েছিল। এরপর সেটিকে ট্রাভারসারে চাপিয়ে লিফটিং শপে নিয়ে যাওয়ার কথা ছিল। ওখানেই কোচটি নামিয়ে মূল গাড়ির সঙ্গে যুক্ত করা হত। যে কারনে কাছাকাছি তৈরি ছিল ট্রাভারসারটি। শেষ মুহূর্তে একটি ছোটখাটো ত্রুটি দেখা যায়। সেটি ওয়েল্ডিং করার কাজ চলছিল তখনই ফুলকি থেকে দুর্ঘটনা ঘটে যায়। সদ্য রঙ করা কোচে আগুন ছড়িয়ে পড়ে

 

আর ও পড়ুন    বিশ্বভারতীর মেলা বন্ধের প্রতিবাদ, হবে বিকল্প পৌষমেলা

 

খবর পাওয়া মাত্রই মিনিট ১৫ মধ্যে ছুটে আসে দমকলের ২টি ইঞ্জিন। প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বটে কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। জ্বলে পুড়ে গেছে পুরো কোচটাই। ভেতরের ওয়ারিং, এসির যন্ত্রপাতি, ব্যাটারি কিছুই অবশিষ্ট নেই বলেই মনে করা হচ্ছে। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মেরামতকারি সংস্থা ও দায়িত্বপ্রাপ্ত রেল আধিকারিকের দিকেই। অভিযোগ বেসরকারি হাতে মেরামতির ব্যবস্থা চলে যাওয়ার পর থেকেই একের পর দুর্ঘটনা ঘটছে ওয়ার্কশপে। ২০২০ সালের মে মাসে ঠিক একই জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। এর আগেও বহুবার আগুন লেগেছে।

 

প্রশ্ন উঠেছে কোচের রঙ করার পর্বটি সাধিত হয় সবার শেষে। তাই রঙ করার পর কেন ওয়েল্ডিং করা হচ্ছিল? তাহলে আগের পর্বের কাজে যে ত্রুটি থেকে গিয়েছিল তা কী দায়িত্বপ্রাপ্ত আধিকারিক খতিয়ে দেখেননি? তবে আগুন লাগার ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top