প্রিয়াঙ্কার নেতৃত্বে উত্তরপ্রদেশে কি কৌশল নিচ্ছে কংগ্রেস ?

প্রিয়াঙ্কার নেতৃত্বে উত্তরপ্রদেশে কি কৌশল নিচ্ছে কংগ্রেস ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কংগ্রেস

প্রিয়াঙ্কার নেতৃত্বে উত্তরপ্রদেশে কি কৌশল নিচ্ছে কংগ্রেস ?  উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস অন্য কোনও দলের সঙ্গে জোট করবে না বলে খবর। এ প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ জানান, “কংগ্রেস কোনও দলের সঙ্গে জোট করবে না।

 

প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নেতৃত্বে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস।” তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী পদে প্রার্থী নির্ধারণ এখনও ঠিক করেনি দল।

 

তবে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনেই প্রার্থী দেবে দল।  দলীয় কর্মীরা প্রতিটি নির্বাচনী এলাকায় গিয়ে স্থানীয় জনগণের সমস্যা শুনবে, বলে জানিয়েছেন সলমন খুরশিদ। দলের ইশতেহার প্রস্তুত করতে আগ্রায় মানুষের সঙ্গে মুখোমুখি কথা বলছেন  তিনি।

 

ইশতেহারে সাধারণ মানুষের চাহিদা যাতে তুলে ধরা যায় সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবিবার আগ্রায় তোরা গ্রামের স্থানীয়দের সঙ্গে কথাবার্তা হয়। বিধবা ও বৃদ্ধদের পেনশন দেওয়ার মতো বিভিন্ন সমস্যা নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন বলে জানান তিনি।

 

আর ও পড়ুন     দশম পাশেই রেলে চাকরি পেতে পারেন, জানুন বিস্তারিত

 

বর্ষীয়ান কংগ্রেস নেতা আরও বলেন, আগ্রা শহরে বিদ্যুৎ বিল বৃদ্ধি, রেশন এবং অন্যান্য মৌলিক বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষের একাধিক অভিযোগ আছে।

 

রবিবার কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দলীয় কর্মীদের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনার জন্য রায়বরেলি পৌঁছন। তবে প্রিয়াঙ্কার এই সফর নির্বাচনের কথা মাথায় রেখেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

উল্লেখ্য, উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনেই প্রার্থী দেবে দল।  দলীয় কর্মীরা প্রতিটি নির্বাচনী এলাকায় গিয়ে স্থানীয় জনগণের সমস্যা শুনবে, বলে জানিয়েছেন সলমন খুরশিদ। দলের ইশতেহার প্রস্তুত করতে আগ্রায় মানুষের সঙ্গে মুখোমুখি কথা বলছেন  তিনি।  কৌশলইশতেহারে সাধারণ মানুষের চাহিদা যাতে তুলে ধরা যায় সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

রবিবার আগ্রায় তোরা গ্রামের স্থানীয়দের সঙ্গে কথাবার্তা হয়। বিধবা ও বৃদ্ধদের পেনশন দেওয়ার মতো বিভিন্ন সমস্যা নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন বলে জানান তিনি। গত  রবিবার কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দলীয় কর্মীদের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনার জন্য রায়বরেলি পৌঁছন। তবে প্রিয়াঙ্কার এই সফর নির্বাচনের কথা মাথায় রেখেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top