প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা এ বি গনি খান চৌধুরীর স্বপ্ন পূরণ করতে পারে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এমনই স্লোগান তুলে ২১জুলাই শহীদ দিবসে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন ইংরেজবাজার পুরসভার বিরোধী কাউন্সিলার তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ তেওয়ারী।একদা প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা এ বি গনি খান চৌধুরীর ছায়াসঙ্গী l তিনি জানান রাজ্যে কংগ্রেস অভিভাবকহীন। অভিবাহকহীন জেলা কংগ্রেস।এ রাজ্যের উন্নয়নের কান্ডারী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই নিজের স্ত্রীকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি।নন্দুবাবু নিজে ইংরেজবাজার পুরসভার ২২নং ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলার ও তাঁর স্ত্রী অঞ্জু তেওয়ারী ২৬নং ওয়ার্ডের কাউন্সিলার।নন্দুবাবু ও তাঁর স্ত্রীর তৃণমূল কংগ্রেসে যোগ দেবার ফলে ইংরেজবাজার শহরে নেতৃত্ব শূন্য হল কংগ্রেস দল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নন্দুবাবুকে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়াকে স্বাগত জানান। তিনি জানান নন্দুবাবু যোগ দিলে শক্তিশালী হবে জেলার তৃণমূল কংগ্রেস।