কংগ্রেস ও বিজেপির জেলা পরিষদের সদস্য সহ শতাধিক কর্মীর মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন।আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়কের তাজমুল হোসেনের হাত ধরে সোমবার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ভালুকা অঞ্চলের প্রায় ৮০০ জন কংগ্রেস কর্মী ও ৭০ জন বিজেপির সক্রিয় সদস্য এদিন দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
উল্লেখ্য এদিনের যোগদানে ভালুকা অঞ্চলের বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী তথা জেলা পরিষদ ১৫ নম্বর আসনের বিজেপির জেলা সাধারণ সম্পাদক দীপক কর্মকার যোগদান করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বিরোধী শিবিরের ব্যাপক ভাঙ্গন ভোটে প্রভাব ফেলবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এদিন ভালুকা বাজার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের নবনিযুক্ত প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং ব্লক সভাপতি তাবারক হোসেনকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।
সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক জম্মুর রহমান, বুলবুল খান সহ ভালুকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এদিন সম্বর্ধনা মঞ্চে ভালুকা অঞ্চলের বর্নাহি গ্রামের ১২৪ নম্বর বুথের ৮০০ জন কংগ্রেস কর্মী তৃণমূলের পতাকা ধরে শাসক দলে যোগদান করেন। অন্যদিকে ভালুকা বাজার এলাকার বিজেপির জেলা সাধারণ সম্পাদক তথা বিগত পঞ্চায়েতে জেলা পরিষদের প্রার্থী থাকা বিজেপি নেতা দীপক কর্মকার ৭০ জন বিজেপি কর্মী নিয়ে এদিন মন্ত্রীর হাত ধরে দলীয় পতাকা নিয়ে তৃণমূলের যোগদান করেন।
আরও পড়ুন – বনদপ্তরের অনুমতি না নিয়ে শিক্ষা দপ্তর কাটল বিরাট অশ্বত্থ গাছ, চাঞ্চল্য রায়গঞ্জে
এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে দীপক কর্মকার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আগামী দিনে তিনি এলাকার মানুষদের স্বার্থে, উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন। অপরদিকে যোগদান প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যাপক হারে উন্নয়ন চলছে। বিরোধীরা আর জায়গা করতে পারছে না। সমস্ত রকম অপপ্রচারকে ধুলিস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের রথ এগিয়ে চলেছে। আর এই উন্নয়নের জোয়ারে সামিল হতে এলাকার বিরোধীরা তৃণমূলে যোগদান করছে।