কংগ্রেস ও সনিয়া গান্ধির সঙ্গে ফের বৈঠকে প্রশান্ত কিশোর! কিসের ইংগিত? ফের একবার সনিয়ার সঙ্গে বৈঠকে প্রশান্ত কিশোর। আগেও সনিয়া-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর বা পিকে। কিন্তু,ফের সোমবার সনিয়া গান্ধির বাড়িতে শুরু হয় আরও এক বৈঠক। সেখানে এবারেও উপস্থিত প্রশান্ত কিশোর। কংগ্রেস সূত্রে খবর অনুযায়ী,আসন্ন নির্বাচনগুলিতে পিকে-এর দায়িত্ব নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও, কংগ্রেসকী ভাবে বিজেপি বিরোধিতার ইস্যুতে আরো জোর দেবে তা নিয়েও এই বৈঠকে স্পষ্ট ভাবে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত,গত ১৬ এপ্রিল যে বৈঠকটি হয়েছিল তাতে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তারও একটি আভাস পাওয়া গিয়েছিল। প্রসঙ্গত,২০২৪-এর লোকসভা নির্বাচনে ৩৭০ থেকে ৪০০টি আসন পেতে গেলে ঠিক কী রণকৌশল নিতে হবে কংগ্রেস নেতৃত্বকে তাই নিয়ে পিকে বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছেন বলে ও সূত্রের খবরে জানা গিয়েছে। তবে, এর সাথেই যে রাজ্যগুলিতে কংগ্রেস দুর্বল, সেখানে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কৌশলগত জোট বাঁধার পক্ষেও আছেন পিকে কারণ,এটাই সফলতার পথ বলে মনে করেন তিনি। সূত্রের খবরে এই বিষয়টি জানা গিয়েছে।
একই সঙ্গে আরো একটি বার্তা পিকে দিয়েছেন যা বেশ বড় একটি খবর।আর তা হল, নিঃশর্তভাবে তিনি কংগ্রেসে যোগদান করতেও ইচ্ছুক বলে সনিয়া-রাহুলদের জানিয়েছেন প্রশান্ত কিশোর বলে সূত্রের খবরে জানা গিয়েছে। যদিও কংগ্রেসের সাথে ঘন ঘন বৈঠকের কারণে প্রশান্ত কিশোর ও সনিয়া রাহুলদের মধ্যে যে নতুন সমীকরণের আঁচ পাওয়া যাচ্ছে তা সম্পূর্ণরুপেই প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠরা নাকচ করেছেন বলেও সূত্রের খবরে জানা গিয়েছে।
আর ও পড়ুন তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা
উল্লেখ্য, আগেও সনিয়া-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর বা পিকে। কিন্তু,ফের সোমবার সনিয়া গান্ধির বাড়িতে শুরু হয় আরও এক বৈঠক। সেখানে এবারেও উপস্থিত প্রশান্ত কিশোর। কংগ্রেস সূত্রে খবর অনুযায়ী,আসন্ন নির্বাচনগুলিতে পিকে-এর দায়িত্ব নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও, কংগ্রেসকী ভাবে বিজেপি বিরোধিতার ইস্যুতে আরো জোর দেবে তা নিয়েও এই বৈঠকে স্পষ্ট ভাবে আলোচনা হবে বলে জানা গিয়েছে।