কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধার-কান্ডে ধৃতদের ফের তোলা হলো হাওড়া আদালতে

কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধার-কান্ডে ধৃতদের ফের তোলা হলো হাওড়া আদালতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধার-কান্ডে ধৃতদের ফের তোলা হলো হাওড়া আদালতে। হাওড়ার পাঁচলার রানিহাটি মোড়ে জাতীয় সড়কের উপর ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির গাড়ির ডিকি থেকে গত ৩০ জুলাই দুটি ব্যাগ ভর্তি প্রায় ৪৯ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়। সেইসময় ওই গাড়িতেই ঝাড়খণ্ডের আরও দুই কংগ্রেস বিধায়ক নমন বিক্সল এবং রাজেশ কচ্ছপ সহ ছিলেন গাড়ির চালক ও অন্য এক ব্যক্তি। তিন বিধায়ক, গাড়ির চালক সহ মোট পাঁচজন ছিলেন গাড়িতে। এই ঘটনায় তিন বিধায়ক সহ ৫ জনকে হাওড়ার গ্রামীণ পুলিশ গ্রেফতার করে। ঘটনার তদন্তে নামে সিআইডি।

 

প্রথমে এদের দশ দিনের সিআইডি হয়। ওই ঘটনায় বুধবার হাওড়া আদালতে ফের তোলা হয় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক সহ ধৃত মোট পাঁচজনকে। এদিন তাদের চার দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। উল্লেখ্য, হাওড়ার পাঁচলা থেকে প্রায় ৪৯ লক্ষ টাকা সহ এদের গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনায় তদন্তভার নেয় সিআইডি। হাওড়া সিজেএম কোর্টের এপিপি তারাগতি ঘটক বলেন, পাঁচলা কেসে ইন্ডিয়ান পিনাল কোডের ৪২০, ১২০বি, ১৭১ই, এবং ৩৪ ধারা এবং প্রিভেন্সন অফ কোরাপসন অ্যাক্টের ৮ ও ৯ ধারায় মামলা চলছে। সিআইডি ঘটনার তদন্ত করছে।

 

আগের দিন ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। এদিন ধৃতদের ফের কোর্টে তোলা হয়। তাদের ৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদের কাছ থেকে এই মামলায় যুক্ত আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। পাশাপাশি সংস্থার নামও পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থে সেই বিষয়ে কিছু বলা এখনই সম্ভব নয়। শনিবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলার রানিহাটি মোড়ে জাতীয় সড়কের উপরেই ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির গাড়ির ডিকি থেকে দুটি ব্যাগ ভর্তি লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়।

 

সেইসময় ওই গাড়িতেই ঝাড়খণ্ডের আরও দুই কংগ্রেস বিধায়ক নমন বিক্সল এবং রাজেশ কচ্ছপ সহ ছিলেন গাড়ির চালক ও অন্য এক ব্যক্তি। তিন বিধায়ক, গাড়ির চালক সহ মোট পাঁচজন ছিলেন গাড়িতে। এই ঘটনায় তিন বিধায়ক সহ ৫ জনকে প্রথমেই হাওড়ার গ্রামীণ পুলিশ আটক করে। টাকা গোনার মেশিন এনে কত টাকা উদ্ধার হয়েছে তা গোনা শুরু হয়। গভীর রাত পর্যন্ত সেই কাজ চলে। প্রায় ৪৯ লক্ষ টাকা গাড়িতে ছিল বলে পুলিশ সূত্রের খবর। ওই টাকার উত্‍স নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। কংগ্রেস বিধায়কের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top