নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর :- গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে কংসাবতী নদীর জলের তোড়ে ভেসে গেল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ডোমঘাটের বাঁশের তৈরি সাঁকো, যার ফলে পাঁশকুড়া পৌরসভার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে চৈতন্যপুর ১,২ ও হাউর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। জানা গেছে বেশ কয়েকটি গ্রামের মানুষ মূল রাস্তা হিসাবে এই বাঁশের সাঁকো ব্যবহার হয়, ফলে দুর্ভোগে দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। তবে সাঁকো ভেসে যাওয়ার সময় কেউ পারাপার না করায় কোন বিপত্তি ঘটেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসন অবিলম্বে উপযুক্ত নিরাপত্তার সাথে নৌকার মাধ্যমে যোগাযোগ স্থাপন না করলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে তাদের। কারন বাজার থেকে শুরু করে নিত্যদিনের প্রয়োজনে যাতায়াতের জন্য ব্যবহার করা হতো এই বাঁশের সাঁকো।
কংসাবতী নদীর জলের তোড়ে ভেসে গেল বাঁশের তৈরি সাঁকো
কংসাবতী নদীর জলের তোড়ে ভেসে গেল বাঁশের তৈরি সাঁকো
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram