কখনও বিকিনি, কখনও মনোকিনি—নেটপাড়ার পারদ চড়াচ্ছেন রোশনি ভট্টাচার্য

কখনও বিকিনি, কখনও মনোকিনি—নেটপাড়ার পারদ চড়াচ্ছেন রোশনি ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – ছোটপর্দা থেকে বড়পর্দা এবং ওটিটি—সব মাধ্যমেই নিজের জায়গা করে নিয়েছেন টলিপাড়ার পরিচিত মুখ রোশনি ভট্টাচার্য। কেরিয়ারের শুরু ছোটপর্দা দিয়ে হলেও অভিনয়ের পাশাপাশি তাঁর বোল্ড লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতি বরাবরই নজর কেড়েছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই রোশনির একাধিক সাহসী ছবি সামনে আসে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

শনিবারও তার ব্যতিক্রম হল না। নীল সমুদ্রের পটভূমিতে নীল রঙের মনোকিনি পরে একের পর এক সিজলিং পোজে ধরা দিলেন রোশনি। মেদহীন ফিগারে সুইমস্যুটটি দারুণ মানিয়ে গিয়েছে। কখনও ক্যামেরার দিকে ব্যাক পোজ, কখনও আবার সাবলীল ভঙ্গিতে পা ফ্লন্ট করে তোলা ছবিতে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। ছবি পোস্ট হতেই কমেন্ট বক্সে শুরু হয়ে যায় প্রশংসার বন্যা। নেটিজেনরা অকপটে তাঁর সাহসী ও গ্ল্যামারাস লুকের প্রশংসা করেছেন।

কিছুদিন আগেই স্বামীর সঙ্গে গোয়ায় তিন বছরের বিবাহবার্ষিকী উদযাপন করেন রোশনি। যদিও সেই সফরের মূল কারণ ছিল অন্য একজনের বিয়েতে যোগ দেওয়া। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজের ক্ষেত্রেও রোশনির ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন—কখনও মুখ্য চরিত্রে, কখনও পার্শ্বচরিত্রে, আবার কখনও নেতিবাচক ভূমিকায়।

‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা পান তিনি। এরপর সান বাংলার ‘আকাশ কুসুম’-এও তাঁকে দেখা যায়। এর আগে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে রাসমণির মেয়ে জগদম্বা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান রোশনি। ‘গোধূলি আলাপ’-এ রোহিণী, ‘তেঁতুলপাতা’-সহ একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

শুধু টেলিভিশন নয়, বড়পর্দাতেও নিজের ছাপ রেখেছেন রোশনি ভট্টাচার্য। সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’, পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি। অরিন্দম শীলের ‘মিতিন মাসি’ সিরিজেও তাঁকে দেখা যাবে। টেলিভিশনে আসার আগে থিয়েটার দিয়েই অভিনয়জীবন শুরু করেছিলেন রোশনি।

মনোকিনি হোক বা বিকিনি—সব পোশাকেই সমান সাবলীল রোশনি ভট্টাচার্য। তাঁর এই আত্মবিশ্বাসী বোল্ড লুকই বারবার নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তাঁকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top