সাগরদিঘীতে ভেসে উঠল ১৫ টি কচ্ছপের দেহ। কোচবিহার সাগরদিঘীতে একাধিক কাছিম এর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে আচমকাই কোচবিহার সাগরদিঘী বেশ কয়েকটি কচ্ছপের মৃতদেহ ভেসে ওঠে। প্রাতঃভ্রমণকারীরা উদ্ধার করে মৃতদেহগুলি।
খবর দেওয়া হয় মহাকুমা প্রশাসন এবং কোচবিহার পৌরসভাকে। প্রাতঃভ্রমণ করী শ্রী হরি দত্ত বলেন, সকালবেলা সাগরদিঘির পৌরসভার সংলগ্ন ঘাটে প্রথমেই বেশ কয়েকটি কাছিম এর দেহ দেখা যায়। বিষয়টি সন্দেহজনক অনুমান করে অন্যান্য পাতা ভ্রমণকারীদের সাথে নিয়ে সাগরদিঘী খুলে দেখলে আরো কয়েকটি দেহ দেখা যায়। প্রায় ১২ থেকে ১৪ টি দেহ রয়েছে সাগরদিঘির বিভিন্ন এলাকায় অংশে।
সবগুলি দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কী কারণে এই কাছিম গুলির মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। প্রসঙ্গত, সাগরদিঘী দূষণ নিয়ে বহুবার কোচবিহারের পরিবেশ প্রেমীরা প্রশাসনকে অবগত করেছিল। ছট পূজা উপলক্ষে সাগরদিঘী থেকে পুজোর আয়োজন করা হয়েছিল। অনুমান দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে এই কাছিম গুলির।
আর ও পড়ুন বিশ্বের সবথেকে দুষিত শহর পাকিস্তানের লাহোর
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে একসঙ্গে এতো কচ্ছপের মৃত্যু হল তা জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত রয়েছে কী না তা তদন্তে করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সাগরদিঘীতে ভেসে উঠল ১৫ টি কচ্ছপের দেহ। কোচবিহার সাগরদিঘীতে একাধিক কাছিম এর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে আচমকাই কোচবিহার সাগরদিঘী বেশ কয়েকটি কচ্ছপের মৃতদেহ ভেসে ওঠে। প্রাতঃভ্রমণকারীরা উদ্ধার করে মৃতদেহগুলি।খবর দেওয়া হয় মহাকুমা প্রশাসন এবং কোচবিহার পৌরসভাকে। প্রাতঃভ্রমণ করী শ্রী হরি দত্ত বলেন, সকালবেলা সাগরদিঘির পৌরসভার সংলগ্ন ঘাটে প্রথমেই বেশ কয়েকটি কাছিম এর দেহ দেখা যায়।
বিষয়টি সন্দেহজনক অনুমান করে অন্যান্য পাতা ভ্রমণকারীদের সাথে নিয়ে সাগরদিঘী খুলে দেখলে আরো কয়েকটি দেহ দেখা যায়। প্রায় ১২ থেকে ১৪ টি দেহ রয়েছে সাগরদিঘির বিভিন্ন এলাকায় অংশে।