কটকে শ্রেয়া ঘোষালের কনসার্টে চাঞ্চল্য—ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা, অজ্ঞান দুই দর্শক

কটকে শ্রেয়া ঘোষালের কনসার্টে চাঞ্চল্য—ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা, অজ্ঞান দুই দর্শক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – কটকে বার্ষিক বালিযাত্রা উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে শ্রেয়া ঘোষালের সঙ্গীত পরিবেশনা দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমেছিল বালিযাত্রা ময়দানে। কিন্তু অনুষ্ঠানের শুরুতেই সামনের সারিতে পৌঁছনোর হুড়োহুড়ি বাড়তে থাকায় আচমকাই ভেঙে পড়ে ব্যারিকেড। মুহূর্তে তৈরি হয় তীব্র বিশৃঙ্খলা ও চাপাচাপির পরিস্থিতি। সেই চাপে অন্তত দু’জন দর্শক অজ্ঞান হয়ে পড়েন। শ্বাসরোধ ও ক্লান্তিতে তাঁদের অবস্থা গুরুতর হয়ে পড়ায় ময়দানেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অবস্থার গুরুত্ব বুঝে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ভিড় নিয়ন্ত্রণে নামে। ঘটনাস্থলে পৌঁছে যান টুইন সিটির পুলিশ কমিশনার এস. দেব দত্ত সিং ও অ্যাডিশনাল কমিশনারসহ শীর্ষ আধিকারিকেরা। তাঁদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনুষ্ঠান আবার শুরু করা যায়।

শ্রেয়া ঘোষালও কিছু সময় গান থামিয়ে দর্শকদের শান্ত থাকার আবেদন জানান এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে আবার গান শুরু হলে ধীরে ধীরে স্থির হয় জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, আতঙ্কের মুহূর্ত তৈরি হলেও বড় কোনও বিপর্যয় ঘটেনি। আহত দুই দর্শক ছাড়া আর কেউ ক্ষতিগ্রস্ত হননি।

এই ঘটনায় আবারও উঠে এসেছে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন ভিড় এড়াতে আরও কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ১৩ নভেম্বর ২০২৫ তারিখে এই সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমেই বালিযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top