কঠিন রোগে আক্রান্ত হয়ে এবার হলিউড থেকে বিদায় নিতে চলেছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

কঠিন রোগে আক্রান্ত হয়ে এবার হলিউড থেকে বিদায় নিতে চলেছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবার হলিউড থেকে বিদায় নিতে চলেছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কঠিন রোগে আক্রান্ত হয়েই এমন সিদ্ধান্ত অভিনেত্রীর। হলিউডের জনপ্রিয় দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। তবে এখন সেই সবকিছুই প্রাক্তন। রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে এক প্রিভেট জেটে তাঁদের দুজনের মধ্যে তুমুল ঝামেলা হয়। ঘটনাটি পুরোনো হয়ে গেলেও তাঁদের এই ঝামেলা আজও টাটকা।বিমানে সেই ঝামেলা চলাকালীনই নাকি জোলির গায়ে মদ ঢেলে দেন ব্র্যাড। তাঁদের সন্তানদের সামনেই এই কুরুচিকর ঘটনা ঘটে বলেও জানা যায়। তারপরেই ব্র্যাডের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেন অভিনেত্রী। তাঁদের দুজনের ওয়াইনের ব্যবসা নিয়েও একাধিক ঝামেলা হয়েছে তাঁদের মধ্যে।তবে অ্যাঞ্জেলিনার চিরকালের মতো হলিউড ছাড়ার এই সাম্প্রতিক সিদ্ধান্ত নেট পাড়ায় আলোড়ন ফেলেছে। বেলের পালসি রোগে আক্রান্ত এই অভিনেত্রী। সেই কারণেই হলিউড ছাড়ছেন তিনি। তাছাড়াও ব্র্যাডের সঙ্গে তাঁর ঝামেলাও একটি কারণ বলে জানতে পারা যাচ্ছে।

এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, ব্র্যাডের সঙ্গে ঝামেলার পর থেকে তিনি স্বাধীন ভাবে বেঁচে থাকতে পারছেন না। আজকাল তাঁর এই বিবাদ নিয়ে খারাপ লাগে বলেও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার শরীর স্ট্রেসের কারণে খারাপ হতে শুরু করেছে। আমার ব্লাড সুগার প্রায়ই বাড়ে কমে। আমার বিচ্ছেদের ঠিক ছ’মাস আগে আমি বেলের পলসি রোগে আক্রান্ত হই। হলিউড মোটেও স্বাস্থ্যকর নয়। হলিউডে থাকলে আমি কখনই স্বাভাবিক ভাবে জীবন কাটাতে পারবো না।‘

তিনি জানিয়েছেন তাঁর ছয় সন্তানই তাঁর সবচেয়ে কাছের বন্ধু। তাঁদেরও স্বাধীনভাবে জীবন কাটানোর অধিকার আছে। পিট এবং তাঁর বিচ্ছেদের সময়কালে তিনি মোট ৪টি সিনেমায় কাজ করেছেন। যদিও পিট এই সময় বেশ কিছু জনপ্রিয় চলচিত্র পরিচালনা করেছেন, এবং অস্কারও জিতে নিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top