খেলা – ভারত সিরিজ জিতবে, তা অবশ্যই আশা করা ছিল, কিন্তু যে মাত্রায় মাথার ঘাম পায়ে ফেলতে হলো শুভমান গিলদের, তা কেউ কল্পনাও করতে পারেননি। জন ক্যাম্পবেল ও শাই হোপদের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ফলো-অন সামলে ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামায়, এ ধরনের উত্তেজনাপূর্ণ লড়াই ক্রিকেটপ্রেমীদের মনে গভীর দাগ কেটেছে।
ঘরের মাঠে প্রথমবার জাতীয় দলের নেতৃত্বে নেমে শুভমান গিলের অধিনায়কত্বে আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্ট মাত্র আড়াই দিনে শেষ হয়েছিল, যেখানে ভারতীয় দল সহজেই জয় পেয়েছিল। দ্বিতীয় টেস্টও সহজে শেষ হবে—এমনটাই ধারণা ছিল। কিন্তু ক্যারিবিয়ানরা ভিন্ন পরিকল্পনা নিয়েছিল। টসের সময়েই তাদের অধিনায়ক ঘোষণা করেছিলেন, ৯০ ওভার ব্যাট করা হবে লক্ষ্য। পরিশেষে দুই ইনিংসে প্রায় ২০০ ওভার ব্যাট করে ম্যাচে তাদের দুরন্ত লড়াই দেখানো হয়।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত প্রথমে ব্যাট করে ৫১৮ রানের বিশাল সংগ্রহ তৈরি করে। জবাবে ক্যারিবিয়ান ইনিংস শেষ হয় ২৪৫ রানে। তবে ফলো-অন সামলানোর পরও ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত কামব্যাক করে। জন ক্যাম্পবেল ও শাই হোপের সেঞ্চুরি জুটিতে তারা ইনিংস হার এড়ায় এবং ভারতকে জয়ের জন্য ১২১ রানের লক্ষ্য দেয় রস্টন চেজরা। সিরিজ জিতলেও ক্রিকেটপ্রেমীদের মনে গভীর ছাপ রেখেছে ক্যারিবিয়ানদের মরণপণ লড়াই।
