কড়া নিরাপত্তার ঘেরাটোপে পানিহাটির আট নম্বর বুথ। পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। আর তার আগেই পুলিশি কড়া নিরাপত্তায় পানিহাটি ৮ নম্বর ওয়ার্ডের সমস্ত বুথ। বাবুলাল রাজঘরিয়া স্কুলে 3, বিবেকানন্দ বিদ্যামন্দিরে 2, ও আগরপাড়া শিশু বিদ্যাপীঠ এ 2 টো বুথ।
করা নিরাপত্তার কারণ ১৩ ই মার্চ পৌরসভা নির্বাচনের পর নবনিযুক্ত ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা, তাই কোনরকম কোন দুর্ঘটনার সম্মুখীন যাতে আর না হতে হয় তাই আটোসাটো পুলিশি নিরাপত্তা। বিভিন্ন বুথ বৃষ্টির কারণে যাতে কোনরকম যাতায়াত অসুবিধা না হয় তার জন্য ইট বসিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে এবং রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের আগে খড়দহ থানার পুলিশের সহযোগিতা নিয়ে বুথের 200 মিটারের মধ্যে সমস্ত দলীয় পতাকা, ফেস্টুন খুলে ফেলে নির্বাচন কমিশনের আধিকারিকরা।
আরও পড়ুন – বাংলাদেশে পাচারের আগে উদ্ধার দশ লক্ষ টাকার ইয়াবা ও টাইডেল ট্যাবলেট
উল্লেখ্য, রাত পোহালেই পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। আর তার আগেই পুলিশি কড়া নিরাপত্তায় পানিহাটি ৮ নম্বর ওয়ার্ডের সমস্ত বুথ। বাবুলাল রাজঘরিয়া স্কুলে 3, বিবেকানন্দ বিদ্যামন্দিরে 2, ও আগরপাড়া শিশু বিদ্যাপীঠ এ 2 টো বুথ।
করা নিরাপত্তার কারণ ১৩ ই মার্চ পৌরসভা নির্বাচনের পর নবনিযুক্ত ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা, তাই কোনরকম কোন দুর্ঘটনার সম্মুখীন যাতে আর না হতে হয় তাই আটোসাটো পুলিশি নিরাপত্তা। বিভিন্ন বুথ বৃষ্টির কারণে যাতে কোনরকম যাতায়াত অসুবিধা না হয় তার জন্য ইট বসিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে এবং রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের আগে খড়দহ থানার পুলিশের সহযোগিতা নিয়ে বুথের 200 মিটারের মধ্যে সমস্ত দলীয় পতাকা, ফেস্টুন খুলে ফেলে নির্বাচন কমিশনের আধিকারিকরা, কড়া নিরাপত্তার