কণরাজার পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ উদ্ধার

কণরাজার পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কণরাজার পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ উদ্ধার । উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের করণদিঘী কণরাজার পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ উদ্ধার করলো, ডিজাটার ম্যানেজমেন্ট টিম,পরিবার লোকজন বলেন কণরাজার পুকুরে নৌকা করে স্নান করতে নামে একসাথে আটজন যুবক, পুকুরে জল নৌকায় ডুকে পড়ে, নৌকা জলের তলায় ডুবে যায়, ৬ জন সাতাড়ে উপরে উঠে আসে, দুইজন জলের তলায় ডুবে যায়, দুইযুবক পুকুরে জলের তলায় ডুবে যাওয়া খবর ছড়িয়ে পড়তেই, উদ্ধার কাজ শুরু করে গ্ৰামবাসীরা,

 

ঘটনার খবর পেয়ে ছুটে আসে করণদিঘী থানা পুলিশ, সহ বিডিও ও বিধায়ক গৌতম পাল। খবর দেওয়া হয় জেলার উদ্ধারকারী দলকে ,উদ্ধার কাজ শুরু জলের তলা থেকে দুই যুবক সিবা রবি দাস ও অমর সিংহ মৃতদেহ করে, এই মন্তমান্তিক ঘটনায় দুই পরিবার মধ্যে শোকের ছায়া নেমে আসে,মৃত দুইযুবক কে রায়গঞ্জ সুপারস্পেলিষ্ট হাসপাতালে মগে ময়না তদন্ত জন্য নিয়ে যায়। প্রশাসন কাছে সাহায্য আবেদন করেন দুই পরিবারের সদস্যরা।

আরও পড়ুন – একদিনের উড়িষ্যা সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ

উল্লেখ্য, উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের করণদিঘী কণরাজার পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ উদ্ধার করলো, ডিজাটার ম্যানেজমেন্ট টিম,পরিবার লোকজন বলেন কণরাজার পুকুরে নৌকা করে স্নান করতে নামে একসাথে আটজন যুবক, পুকুরে জল নৌকায় ডুকে পড়ে, নৌকা জলের তলায় ডুবে যায়, ৬ জন সাতাড়ে উপরে উঠে আসে, দুইজন জলের তলায় ডুবে যায়, দুইযুবক পুকুরে জলের তলায় ডুবে যাওয়া খবর ছড়িয়ে পড়তেই, উদ্ধার কাজ শুরু করে গ্ৰামবাসীরা, ঘটনার খবর পেয়ে ছুটে আসে করণদিঘী থানা পুলিশ, সহ বিডিও ও বিধায়ক গৌতম পাল।

 

খবর দেওয়া হয় জেলার উদ্ধারকারী দলকে ,উদ্ধার কাজ শুরু জলের তলা থেকে দুই যুবক সিবা রবি দাস ও অমর সিংহ মৃতদেহ করে, এই মন্তমান্তিক ঘটনায় দুই পরিবার মধ্যে শোকের ছায়া নেমে আসে,মৃত দুইযুবক কে রায়গঞ্জ সুপারস্পেলিষ্ট হাসপাতালে মগে ময়না তদন্ত জন্য নিয়ে যায়। প্রশাসন কাছে সাহায্য আবেদন করেন দুই পরিবারের সদস্যরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top