নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২০ মার্চ, গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য ভিন রাজ্য থেকে পাড়ি দিচ্ছে বহু পূণ্যার্থী। পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে আসছে পুণ্যার্থীরা। নভেল করোনা ভাইরাস-কে উপেক্ষা করেই পূণ্যস্নান লাভের জন্য আসছে গঙ্গাসাগরে।
তাদের মতে, যেখানে বিশ্বের দ্বিতীয়তম তীর্থস্থান গঙ্গাসাগর সেখানে নেই কোন করোনা ভাইরাসের সতর্কীকরণ। আজ এই মারণ রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।করোনা ভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে। গঙ্গাসাগর যেতে হলে পার হতে হয় কাকদ্বীপ লট নম্বর ৮। কিন্তু সেখানে নেই কোন স্যানিটেশনের ব্যবস্থা, নেই কোন জলধারা কর্মীদের মাক্স এবং অত্যাধুনিক পোশাক। প্রত্যেকদিন যারা ভিন রাজ্যের পুণ্যার্থীদের নদী পারাপার করতে সাহায্য করে, ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা যদি এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তাদের থেকে সকলের হওয়ার সম্ভাবনা থাকতে পারে।তাই আতঙ্কিত হয়ে স্বাস্থ্য আধিকারিক দপ্তর ও প্রশাসনের কাছে তাদের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানা সকলে।