কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গাছের ডাল বিক্রি করার অভিযোগ

কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গাছের ডাল বিক্রি করার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গাছের ডাল বিক্রি করার অভিযোগ গাছের ডাল কাটতে আসা শ্রমিকদের দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা কদমগাছি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের শ্রমিকদের দাবি পঞ্চায়েত সদস্যের স্বামীর নির্দেশে গাছের ডাল কাটা হচ্ছিল পঞ্চায়েত প্রধান অবশ্য দাবী করে কাউকে না জানিয়ে কেউ যদি ডাল কাটে দোষ প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

 

বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই একাধিক বড় বড় শিরিষ গাছ রয়েছে সেই গাছের ডাল এক পঞ্চায়েত সদস্য নির্দেশে দুই শ্রমিক কাটতে আসে ডাল কাটার সময় এলাকার মানুষের সন্দেহ হয় তারা তখন দুই শ্রমিককে জিজ্ঞেস করে কার নির্দেশে এই ডাল কাটা হচ্ছে প্রথমে তারা বলতে অস্বীকার করে। পরে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে এলাকার মানুষ চাপ দিয়ে থাকে তখনই তারা পঞ্চায়েত সদস্যের নাম স্বীকার করে এবং বলে পঞ্চায়েত সদস্য নির্দেশে গাছের ডাল কাটা হচ্ছিল।

আরও পড়ুন –  রাখি বন্ধনে কেমন কাটবে দিন, জানতে দেখুন আজকের রাশিফল

কিন্তু পঞ্চায়েত সদস্য স্বামী দাবি করেন তিনি কিছুই জানেন না তিনি এলাকায় ছিলেন না কার নির্দেশে কাটছিলেন তিনি জানেন না যারা অভিযোগ করছে তারা আমফামের সময় বড় বড় মোটা মোটা ডাল কেটে নিয়ে পালিয়েছে তারাই এখন এই ধরনের অভিযোগ করছে। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের দাবি কার নির্দেশে গাছের ডাল কাটছিল জানিনা আমি খবর পাওয়ার পরেই আমি স্বাস্থ্য কেন্দ্রে যাই কিছু শরু শরু ডাল কাটা হয়েছে আমি দেখেছি যদি কেউ দোষ প্রমাণিত হয় আইনত ব্যবস্থা নেয়া হবে।

 

এলাকার মানুষজনের দাবি পঞ্চায়েত সদস্য স্বামী এই গাছের ডাল বিক্রি করে শ্রমিকদের দিয়ে কাটাচ্ছিল আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। বিজেপির অবশ্য দাবী তৃণমূল কংগ্রেসের উপর থেকে নিজ পর্যন্ত সবাই চোর গাছ কাটা তাদের কালচারের মধ্যে পড়ে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top