- অক্টোবর মানেই বলিউড সেজে ওঠে ল্যাকমে ফ্যাশন উইকের জন্য ( Malaika )। র্যাম্পে শো স্টপার হিসেবে উপস্থিত হওয়া প্রত্যেক তারকার জন্যই বেশ গৌরবের ব্যাপার। ফ্যাশন উইকের শেষ দিনে ডিজাইনার লেবেল ‘অন্নু’স ক্রিয়েশন’-র শো স্টপার হিসেবে দেখা মিলল সুপারমডেল মালাইকা আরোরা-র। ডিজাইনার অন্নু পাটেলের ডিজাইনে লাল লেহেঙ্গায় ঠিক যেন নতুন কনে! দেখে চোখ ফেরানোই দায়।
নিজের ইনস্টাগ্রামে মালাইকা সেদিনের ফ্যাশন শো-র পোশাকের ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে মাথায় থাকা ওড়না উঠিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন। লালের ওপর ঘন এমব্রয়ডারি কাজ করা লেহেঙ্গা মালাইকা বেছে নিয়েছেন নিজের জন্য। গলায় চোকার, মাথায় মাথা-পট্টির সঙ্গে মাঙ্গটিকা। মাল্লার অনুরাগীরা কনের বেশে মালাইকাকে দেখে নিজেদের উত্সাহ ধরে রাখতে পারেননি! ( Malaika )গান বেঁধেছেন, ‘মুঝে অর্জুন কে ঘর জানা হ্যায়’।এমটিভি-র মডেল হান্ট শো ‘সুপার মডেল’র বিচারকের আসনে দেখা যাচ্ছে মালাইকাকে।
সেখানেই মিলিন্দ-র প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, তাঁকে সবচেয়ে ভালো বুঝতে পারে অর্জুন। সে কি চায়, কীসে রাগ হয়, কিসে মন ভালো হয়– তা অর্জুনের থেকে ভালো কেউ বোঝে না। একইসঙ্গে ‘অর্জুনকে ভালোবাসেন কি না’ প্রশ্নের উত্তরে মালাইকা জানান, ‘তুমি অমর প্রেমে বিশ্বাস করো? ফরেভার লাভ? তাহলে বলব হ্যাঁ ভালোবাসি।’
উল্লেখ্যঃ
অক্টোবর মানেই বলিউড সেজে ওঠে ল্যাকমে ফ্যাশন উইকের জন্য। র্যাম্পে শো স্টপার হিসেবে উপস্থিত হওয়া প্রত্যেক তারকার জন্যই বেশ গৌরবের ব্যাপার। ফ্যাশন উইকের শেষ দিনে ডিজাইনার লেবেল ‘অন্নু’স ক্রিয়েশন’-র শো স্টপার হিসেবে দেখা মিলল সুপারমডেল মালাইকা আরোরা-র। ডিজাইনার অন্নু পাটেলের ডিজাইনে লাল লেহেঙ্গায় ঠিক যেন নতুন কনে! দেখে চোখ ফেরানোই দায়।
আর ও পড়ুন কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় চোখ রাঙাতে শুরু করেছে করোনা
নিজের ইনস্টাগ্রামে মালাইকা সেদিনের ফ্যাশন শো-র পোশাকের ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে মাথায় থাকা ওড়না উঠিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন। লালের ওপর ঘন এমব্রয়ডারি কাজ করা লেহেঙ্গা মালাইকা বেছে নিয়েছেন নিজের জন্য। গলায় চোকার, মাথায় মাথা-পট্টির সঙ্গে মাঙ্গটিকা। মাল্লার অনুরাগীরা কনের বেশে মালাইকাকে দেখে নিজেদের উত্সাহ ধরে রাখতে পারেননি!