চেন্নাই থেকে কলকাতায় আসার পথে জেরক্স মেশিন ও কন্টেনেটার লুট হয়ে গেল

চেন্নাই থেকে কলকাতায় আসার পথে জেরক্স মেশিন ও কন্টেনেটার লুট হয়ে গেল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কন্টেনেটার

চেন্নাই থেকে কলকাতায় আসার পথে ৫১টি জেরক্স মেশিন সহ একটি কন্টেনেটার লুট হয়ে গেল। গত ১২ জানুয়ারি চেন্নাই থেকে ক্যানন কোম্পানির জেরক্স মেশিনগুলি নিয়ে রওনা দিয়েছিল কন্টেনারটি। আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।

 

হাওড়ার ধূলাগড়ে পৌঁছনোর পর থেকে আরও কোন খোঁজ পাওয়া যায়নি। এরমধ্যে গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরন পুলিশ জেলার হারুডপয়েন্ট কোস্টাল থানার অনন্দনগরের আরিফ সেখের বাড়ি থেকে উদ্ধার হয় চারটি জেরক্স মেশিন। এরপর সুন্দরবন পুলিশ জেলা একটি দল তৈরী করে তদন্তে নামে। তদন্তে নেমে ডায়মন্ড হারবার পুলিশ জেলার রামনগর থানার ভাদুড়া থেকে লুট হওয়া কন্টেনারটি উদ্ধার করেছে পুলিশ।

 

এছাড়া উদ্ধার হয়েছে আরও জেরস্ক মেশিন। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত ২১টি জেরক্স মেশিন উদ্ধার হয়েছে। বাকি জেরক্স মেশিনগুলির খোঁজ চলছে। কন্টেনারের চালক পলাতক। ধৃত আরিফকে পুলিশ হেফাজতে নিয়ে বাকি চক্রের সন্ধান চলছে।

 

আর ও পড়ুন    গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সন্ধ্যা মুখোপাধ্যায়

 

উল্লেখ্য, চেন্নাই থেকে কলকাতায় আসার পথে ৫১টি জেরক্স মেশিন সহ একটি কন্টেনেটার লুট হয়ে গেল। গত ১২ জানুয়ারি চেন্নাই থেকে ক্যানন কোম্পানির জেরক্স মেশিনগুলি নিয়ে রওনা দিয়েছিল কন্টেনারটি। আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। হাওড়ার ধূলাগড়ে পৌঁছনোর পর থেকে আরও কোন খোঁজ পাওয়া যায়নি। এরমধ্যে গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরন পুলিশ জেলার হারুডপয়েন্ট কোস্টাল থানার অনন্দনগরের আরিফ সেখের বাড়ি থেকে উদ্ধার হয় চারটি জেরক্স মেশিন।

 

এরপর সুন্দরবন পুলিশ জেলা একটি দল তৈরী করে তদন্তে নামে। তদন্তে নেমে ডায়মন্ড হারবার পুলিশ জেলার রামনগর থানার ভাদুড়া থেকে লুট হওয়া কন্টেনারটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার হয়েছে আরও জেরস্ক মেশিন। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত ২১টি জেরক্স মেশিন উদ্ধার হয়েছে। বাকি জেরক্স মেশিনগুলির খোঁজ চলছে। কন্টেনারের চালক পলাতক। ধৃত আরিফকে পুলিশ হেফাজতে নিয়ে বাকি চক্রের সন্ধান চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top