নিজস্ব সংবাদদাতা,মালদা , ১লা মে :কন্যা যাত্রী বোঝাই গাড়ী সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত ২০জন। মঙ্গলবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার পান্ডুয়ার আমতলা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ।আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাতিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকিরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ।
মৃতের নাম শ্রাবনী সরকার তার বাড়ি গাজোল থানার হাতিমারি এলাকায় । পুলিশ সূত্রে জানা যায় গাজোল থানার হাসরাবাড়ি এলাকার কন্যাপক্ষ এদিন ভোজ খেতে মালদা থানার হারগাছি এলাকায় যাচ্ছিলেন একটি ৪০৭ গাড়িতে করে। সে গাড়িতে কমপক্ষে ২৫ জন কন্যা যাত্রী ছিল। পান্ডুয়ার কাছে ৪০৭ গাড়ি পেট্রোল পাম থেকে তেল নিয়ে বেরোনোর সময় বিপরীত দিক থেকে একটি ডাম্পার এসে তাকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনায় ৪০৭ গাড়ির সামনের দিকটা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাতিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । গাড়িটিকে আটক করেছে পুলিশ তবে চালক পলাতক। ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার
কন্যা যাত্রী বোঝাই গাড়ীর সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ আহত ২০
কন্যা যাত্রী বোঝাই গাড়ীর সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ আহত ২০
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram