কপালে বন্দুক ঠেকিয়ে সিএসপি ব্যাঙ্ক মালিকের টাকা ছিনতাই

কপালে বন্দুক ঠেকিয়ে সিএসপি ব্যাঙ্ক মালিকের টাকা ছিনতাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কপালে বন্দুক ঠেকিয়ে সিএসপি ব্যাঙ্ক মালিকের টাকা ছিনতাই। কপালে বন্দুক ঠেকিয়ে সিএসপি ব্যাঙ্ক মালিকের টাকা ছিনতাই করে বিহারে পালানোর আগেই এলাকাবাসীর হাতে পাকড়াও ছিনতাইকারী।ঘটনাটি ঘটেছে সোমবার একটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কামারতা এলাকায়।ধৃত ছিনতাইকারী যুবকের কাছ থেকে তিন লক্ষ টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,ধৃত যুবকের নাম মনসুর আলম(৩২), বাড়ি চাঁচল থানার সুরতপুর এলাকায়।এই নিয়ে এদিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

জানা গেছে,রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে সাহাজামাল নামে এক সিভিক ভলেন্টিয়ারের এস বি আই(SBI)এর সিএসপি রয়েছে।এদিন হরিশ্চন্দ্রপুর এস বি আই শাখা(SBI) থেকে তিন লক্ষ টাকা তুলে চন্ডিপুর সিএসপি(CSP) তে নিয়ে আসার পথে কামারতার কাছে শোনি মন্দিরের নিকটে চার যুবক তার বাইক আটকায়।বন্দুক ঠেকিয়ে তার কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই করে বিহারের দিকে পালানোর আগেই বাংলা বিহার সীমান্ত স্বরুপগঞ্জ এলাকায় স্থানীয়দের হাতে পাকড়াও হয় ওই যুবক।বাকি তিন যুবক পালিয়ে যায় বলে খবর।

 

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।ওই যুবকের কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের জানান, ছিনতাইকারী এক যুবকে গ্ৰেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

 

উল্লেখ্য, কপালে বন্দুক ঠেকিয়ে সিএসপি ব্যাঙ্ক মালিকের টাকা ছিনতাই করে বিহারে পালানোর আগেই এলাকাবাসীর হাতে পাকড়াও ছিনতাইকারী।ঘটনাটি ঘটেছে সোমবার একটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কামারতা এলাকায়। ধৃত ছিনতাইকারী যুবকের কাছ থেকে তিন লক্ষ টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,ধৃত যুবকের নাম মনসুর আলম(৩২), বাড়ি চাঁচল থানার সুরতপুর এলাকায়। এই নিয়ে এদিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

জানা গেছে,রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে সাহাজামাল নামে এক সিভিক ভলেন্টিয়ারের এস বি আই(SBI)এর সিএসপি রয়েছে।এদিন হরিশ্চন্দ্রপুর এস বি আই শাখা(SBI) থেকে তিন লক্ষ টাকা তুলে চন্ডিপুর সিএসপি(CSP) তে নিয়ে আসার পথে কামারতার কাছে শোনি মন্দিরের নিকটে চার যুবক তার বাইক আটকায়।বন্দুক ঠেকিয়ে তার কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই করে বিহারের দিকে পালানোর আগেই বাংলা বিহার সীমান্ত স্বরুপগঞ্জ এলাকায় স্থানীয়দের হাতে পাকড়াও হয় ওই যুবক। বাকি তিন যুবক পালিয়ে যায় বলে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top