কলকাতা – সোমবার দুপুরে কলকাতার কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মের চারটি পিলারে ফাটল ধরা পড়ায় ব্লু লাইনে মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাগাতার বৃষ্টির জেরেই এই ফাটল দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। যে পিলারগুলিতে ফাটল ধরা পড়েছে, সেগুলি ছাদের সঙ্গে যুক্ত থাকায় যাত্রী সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছে, অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে।
