কলকাতা – পিলারে ফাটল ধরা পড়ার পরই বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার কবি সুভাষ মেট্রো স্টেশন। সমস্যা এতটাই গুরুতর যে স্টেশনটি পুরোপুরি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী কলকাতা মেট্রো ই-টেন্ডার জারি করেছিল। এবার জানা গেল, আগামী ৬–৭ মাসের মধ্যে উত্তর-দক্ষিণ করিডরের এই স্টেশন নতুনভাবে তৈরি হয়ে যাবে। সাধারণ মানুষ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে পুনরায় স্টেশনটি ব্যবহার করতে পারবে।
কলকাতা মেট্রোর নতুন জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্রা জানান, “এটি অনেক পুরনো স্টেশন। আমরা সব দিক বিবেচনা করে কাজ করছি। ২০২৬ সালের মধ্যে কাজ সম্পূর্ণ হবে।” স্টেশনের পিলারের ফাটল ধরা পড়ার পর সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন ছিল, কত দিনের মধ্যে স্টেশনটি পুনরায় ব্যবহার যোগ্য হবে।
সমীক্ষক সংস্থা স্টেশনের কাঠামো এবং পুনর্নির্মাণ নিয়ে সমীক্ষা শুরু করেছিল। সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে। শহিদ ক্ষুদিরাম স্টেশনের পরে যে ক্রসওভার তৈরি করা হবে, তা ও আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন জেনারেল ম্যানেজার।
চলতি বছরের ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়েছিল। স্টেশনটি ২০১০ সালে নির্মিত হয়েছিল এবং ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের চূড়ান্ত স্টেশন। স্টেশনের ২১টি পিলারের মধ্যে চারটিতে বড় ধরনের ফাটল ধরা পড়ে এবং প্ল্যাটফর্মের একাংশও বসে গিয়েছিল। সম্পূর্ণ স্টেশন পুনর্নির্মাণে খরচ হবে ৯.৪২ কোটি টাকা।
