শীতের দাপট শেষ হচ্ছে কবে? কবে থেকে চড়বে তাপমাত্রা? জানুন

শীতের দাপট শেষ হচ্ছে কবে? কবে থেকে চড়বে তাপমাত্রা? জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কবে

শীতের দাপট শেষ হচ্ছে কবে? জানুন।   শীতের দাপটে জবুথবু অবস্থা, পুরোদমে রাজ্যে বজায়  রয়েছে  শীতের আমেজ । বছরের শুরুতেই হাড়হিম ঠান্ডা৷ রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমল তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা ও শহরতলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। পাল্লা দিয়ে নামবে পারদ। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পুরোদমে রাজ্যে বজায় রয়েছে  শীতের আমেজ।  তবে বুধবার থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। বৃহস্পতিবার একধাক্কায় তাপমাত্রার হেরফের হবে অনেকটাই। এমনকী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্যই কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

 

আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। চলতি শীতের মরশুমের দ্বিতীয় ইনিংসেরও আজ শীতলতম দিন।

 

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ থেকে কমে থাকবে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ। তবে কাল থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। একের পর এক পশ্চিমী ঝঞ্জায় বারবার বিঘ্নিত হবে উত্তুরে হাওয়া। তাই খাতায় কলমে আজই শীতল দিনের ইতি বলে এখনও পর্যন্ত হাওয়া অফিসের পূর্বাভাস। কাল থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা।

 

আর ও পড়ুন    ভোট বন্ধের জোরালো দাবি তুললেন দিলীপ ঘোষ

 

সকাল থেকে আকাশ পরিষ্কার। সঙ্গে রয়েছে উত্তরে হাওয়া। এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নিচে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। এই পরিস্থিতিতে জাঁকিয়ে শীত ফের কবে পড়বে, তা বলতে পারছে না আবহাওয়া দফতর।

 

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের তিনদিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরের ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

 

উল্লেখ্য, শীতের দাপট শেষ হচ্ছে কবে? জানুন।   শীতের দাপটে জবুথবু অবস্থা, পুরোদমে রাজ্যে বজায়  রয়েছে  শীতের আমেজ । বছরের শুরুতেই হাড়হিম ঠান্ডা৷ রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমল তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা ও শহরতলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। পাল্লা দিয়ে নামবে পারদ। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পুরোদমে রাজ্যে বজায় রয়েছে  শীতের আমেজ।  তবে বুধবার থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। বৃহস্পতিবার একধাক্কায় তাপমাত্রার হেরফের হবে অনেকটাই। এমনকী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্যই কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top