বৃষ্টি যেন থামার নাম নিচ্ছে না। টানা বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। কলকাতা শহরও জলমগ্ন। গতকালও চিত্রটা একই ছিল। কলকাতা এবং উত্তর ২৪ পরগণার বেশ কিছু এলাকায় ভোর রাত থেকেই ভারী বৃষ্টিপাত হয়। এছাড়াও কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়।
তবে হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী টানা বৃষ্টিপাতের পর, আজ থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে। যদিও আজও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কালকের মধ্যে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে খবর হাওয়া অফিস সূত্রের।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল প্রায় ৯৬ শতাংশ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের মতো না হলেও কলকাতা সহ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করলেও, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়বে।