উত্তাল দিঘা সমুদ্র, রাজ্যে জারি হলো কমলা সতর্কতা

উত্তাল দিঘা সমুদ্র, রাজ্যে জারি হলো কমলা সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কমলা

উত্তাল দিঘা সমুদ্র, রাজ্যে জারি হলো কমলা সতর্কতা ।  একদিকে টানা বৃষ্টি অন্যদিকে  পূর্ণিমার ভরা কোটাল। এই দুইয়ের জোড়া ফলায়  দুর্যোগ বাংলা জুড়ে।  ভরা কোটালের কারনে ইতিমধ্যে বেড়ে গিয়েছে গঙ্গায় জলস্তর। লাগাতার বৃষ্টির কারনে কলকাতা সহ শহরতলির একাধিক জায়গাতে জল জমেছে। যার ফলে চরমে উঠেছে সাধারণ মানুষের দুর্ভোগ।

 

আবহাওয়া দফতর জানাচ্ছে,  দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। এদিকে ইতিমধ্যেই  উত্তাল হয়ে উঠেছে দিঘা, মন্দারমণি। সাধারণ মানুষ থেকে পর্যটক সবাইকে নিরাপদে থাকার জন্যে বলা হয়েছে প্রশাসনের তরফে।

 

আর ও  পড়ুন     বাবুলকে কি খাওয়ার পরামর্শ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

 

একদিকে ভরা কোটাল অন্যদিকে লাগাতার ভারী বর্ষণ। যার ফলে উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। একেবারে গার্ড ওয়াল টপকে জল আসছে। ইতিমধ্যে দিঘাতেও জল জমেছে বিভিন্ন অংশে।  একই অবস্থা মন্দারমণি, শঙ্করপুরেও। সেখানেও উত্তাল সমুদ্র। কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে। মন্দারমনিতে ঢেউ হোটেলের ভিতরে চলে আসছে।

 

প্রশাসনের তরফে কড়া নজর রাখা হচ্ছে। দিঘাতে কাউকে গার্ডওয়ালের আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে সমুদ্র স্নানে নামার সময় পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে জোয়ারের সময় সমুদ্রের জল থেকে দূরত্ব বজায় রাখার জন্য প্রশাসনের তরফে অনুরোধ জানানো হয়েছে। গত কয়েকদিনে দিঘাতে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে।

 

এদিকে রাজ্যে  ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় বাংলায় জারি করা হলো  কমলা  সতর্কতা। গত কয়েকদিন আগেও কৌশিকী অমাবস্যার ভয়ঙ্কর প্রভাব পড়ে। সঙ্গে ছিল ভরা কোটাল। ফলে ভয়ঙ্কর হয়ে ওঠে দিঘা। প্রবল জলোচ্ছ্বাসের কারনে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় ৩০ ফুট পর্যন্ত ছিল বলে জানা যায়। গোটা সৈকত শহর ভেসে যায়। সেই সঙ্গে ছিল নিম্নচাপ। এবারে ফের একই দুর্যোগের ঘনঘটায়  আরও উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিরাপদে থাকার কথা বলা হয়েছে।

 

উল্লেখ্য,  একদিকে ভরা কোটাল অন্যদিকে লাগাতার ভারী বর্ষণ। যার ফলে উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। একেবারে গার্ড ওয়াল টপকে জল আসছে। ইতিমধ্যে দিঘাতেও জল জমেছে বিভিন্ন অংশে।  একই অবস্থা মন্দারমণি, শঙ্করপুরেও। সেখানেও উত্তাল সমুদ্র। কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে। মন্দারমনিতে ঢেউ হোটেলের ভিতরে চলে আসছে।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top