কয়লা টেন্ডার দুর্নীতি ও আর্থিক প্রতারণা মামলায় ফের ইডি–সিবিআইয়ের জোড়া তল্লাশি

কয়লা টেন্ডার দুর্নীতি ও আর্থিক প্রতারণা মামলায় ফের ইডি–সিবিআইয়ের জোড়া তল্লাশি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



আসানসোল – সাতসকালে ফের অ্যাকশন মোডে নেমেছে ইডি। কয়লা উত্তোলনের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শুক্রবার সকালে কলকাতা ও ঝাড়খণ্ডের মোট ২৪টি ঠিকানায় তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তালিকায় রয়েছে একাধিক ব্যবসায়ী ও ঠিকাদারের বাড়ি ও অফিস। একই সময়ে আর্থিক প্রতারণা মামলায় কলকাতার চারটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে সিবিআই।

দীর্ঘদিন ধরেই কয়লা পাচার ও টেন্ডার দুর্নীতির মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। সেই সূত্রেই এদিন ভোরে ইডি আধিকারিকরা হাজির হন কলকাতার সল্টলেক, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, হাওড়া সহ ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে। প্রতিটি দলে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে দেখা যায়, বেশিরভাগ অফিস ও বাড়ির মূল গেটে তালা পড়া। ফলে বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন অফিসাররা।

এদিন কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ডেরও একাধিক ঠিকানায় অভিযান চালানো হয়। এর মধ্যে রয়েছে বিসিসিএল-এর ঠিকাদার ও বড় কয়লা ব্যবসায়ী এলবি সিং-এর সংস্থার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। উল্লেখযোগ্যভাবে, এলবি সিং-এর প্রতিষ্ঠানে আগেও আয়কর দফতর অভিযান চালিয়ে ১০০ কোটি টাকার নগদ বাজেয়াপ্ত করেছিল। অতীতে সিবিআইয়ের অভিযানে তাঁকে টেন্ডার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়। সেই মামলাই ECIR হিসাবে নথিভুক্ত হওয়ার পর ইডি তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top