সীমান্ত থেকে কয়েকশো বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার গ্রেফতার দুই

সীমান্ত থেকে কয়েকশো বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার গ্রেফতার দুই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সীমান্ত থেকে কয়েকশো বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার গ্রেফতার দুই। বনগাও বারাসাত রেঞ্জের যৌথ অভিযানে,২৫,বস্তা কচ্ছপ উদ্ধার জঙ্গলে ছেড়ে দেয়া হবে বসিরহাটের স্বরূপনগর চারঘাটে কয়েক টন কচ্ছপ উদ্ধার হাতেনাতে পাকড়াও ২,। বাড়ির সামনে বস্তাবন্দি কয়েকশো কচ্ছপ উদ্ধার যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

 

আছে সকালবেলা গোপন সূত্রে বনদপ্তর এর কাছে খবর যায় চারঘাট এলাকায় স্বপন বণিক এর বাড়ি বনগায়, সুকুমার এর বাড়ি স্বরূপনগর সারাফুল এলাকায় এই দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বনদপ্তর। এরা কচ্ছপ গুলো চারঘাট এলাকায় বস্তাবন্দি অবস্থায় জড়ো করেছিল। প্রাথমিক অনুমান বাংলাদেশ থেকেই কচ্ছপগুলো আনা হয়েছে। একদিকে খোলাবাজারে বিক্রি অন্যদিকে পাচার করার উদ্দেশ্য ছিল কিনা সেটাও তদন্ত করে দেখছে বনদপ্তর। ধৃত দুই কচ্ছপ পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে ।

 

এদের সঙ্গে আন্তর্জাতিক কচ্ছপ পাচারকারী যোগসুত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বনদপ্তর।অন্যদিকে এই কচ্ছপ গুলো কলকাতার খোলাবাজারে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্য ছিল কিনা সেটাও তদন্তে রাখছে বনদপ্তর বারোসাত রেঞ্জের বন দপ্তর আধিকারিক ভাস্কর জ্যোতি পাল আমাদের কাছে গোপন সূত্রে খবর যায় আমরা যৌথ অভিযানে বস্তাবন্দি কচ্ছপগুলো আটক করেছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করা হচ্ছে এদের সঙ্গে আরও কোনো বড় পাচার চক্র যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে এগুলোকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে

আরও পড়ুন – কে অনুগামী সেজে দলের ভিতরে ঢুকে দলের বারোটা বাজাচ্ছে আমি জানি

উল্লেখ্য, বনগাও বারাসাত রেঞ্জের যৌথ অভিযানে,২৫,বস্তা কচ্ছপ উদ্ধার জঙ্গলে ছেড়ে দেয়া হবে
বসিরহাটের স্বরূপনগর চারঘাটে কয়েক টন কচ্ছপ উদ্ধার হাতেনাতে পাকড়াও ২,। বাড়ির সামনে বস্তাবন্দি কয়েকশো কচ্ছপ উদ্ধার যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। আছে সকালবেলা গোপন সূত্রে বনদপ্তর এর কাছে খবর যায় চারঘাট এলাকায় স্বপন বণিক এর বাড়ি বনগায়, সুকুমার এর বাড়ি স্বরূপনগর সারাফুল এলাকায় এই দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বনদপ্তর। এরা কচ্ছপ গুলো চারঘাট এলাকায় বস্তাবন্দি অবস্থায় জড়ো করেছিল। প্রাথমিক অনুমান বাংলাদেশ থেকেই কচ্ছপগুলো আনা হয়েছে। একদিকে খোলাবাজারে বিক্রি অন্যদিকে পাচার করার উদ্দেশ্য ছিল কিনা সেটাও তদন্ত করে দেখছে বনদপ্তর।

 

ধৃত দুই কচ্ছপ পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে । এদের সঙ্গে আন্তর্জাতিক কচ্ছপ পাচারকারী যোগসুত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বনদপ্তর। অন্যদিকে এই কচ্ছপ গুলো কলকাতার খোলাবাজারে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্য ছিল কিনা সেটাও তদন্তে রাখছে বনদপ্তর বারোসাত রেঞ্জের বন দপ্তর আধিকারিক ভাস্কর জ্যোতি পাল আমাদের কাছে গোপন সূত্রে খবর যায় আমরা যৌথ অভিযানে বস্তাবন্দি কচ্ছপগুলো আটক করেছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করা হচ্ছে এদের সঙ্গে আরও কোনো বড় পাচার চক্র যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে এগুলোকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top