করমর্দন বিতর্ক থেকে পোকার উপদ্রপ — চরম নাটকীয়তার মধ্যেও পাকিস্তানকে হারাল ভারত নারী দল

করমর্দন বিতর্ক থেকে পোকার উপদ্রপ — চরম নাটকীয়তার মধ্যেও পাকিস্তানকে হারাল ভারত নারী দল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – বিতর্ক, নাটক আর অনিশ্চয়তার মধ্যেও জয়ের ধারা বজায় রাখল ভারত। রবিবার মহিলা বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি একের পর এক বিতর্কে সরগরম ছিল কলম্বোর স্টেডিয়াম। তবুও শেষ পর্যন্ত হরমনপ্রীত কৌরের ভারত দল ৮৮ রানে জয় পেয়ে বিশ্বকাপ অভিযানে দারুণ সূচনা করল।

ম্যাচের শুরুতেই দেখা গেল অস্বস্তিকর দৃশ্য — টসের সময় হরমনপ্রীত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার মধ্যে করমর্দন হয়নি, যা বজায় থাকে ম্যাচ শেষেও। দুই অধিনায়কের এই আচরণ নিয়ে তীব্র আলোচনা শুরু হয় ক্রিকেটমহলে।

এরপরেই মাঠে নেমে আরও এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি। কলম্বোর স্টেডিয়ামে পোকার উপদ্রবে খেলা প্রায় ১০ মিনিটের জন্য বন্ধ থাকে। তখন ভারতের স্কোর ৩৪ ওভারে ৪ উইকেটে ১৫৪। ক্রিজে ছিলেন জেমাইমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মা। মাঠকর্মীরা মাস্ক পরে এসে গোটা মাঠে স্প্রে করেন পোকা তাড়াতে। এর আগেও একাধিকবার দেখা যায়, পোকাদের কারণে ব্যাটার ও ফিল্ডাররা বিরক্ত হচ্ছেন।

বিতর্ক এখানেই শেষ হয়নি। পাকিস্তানের ইনিংস চলাকালীন ঘটে রান আউট নিয়ে বড় বিতর্ক। দীপ্তি শর্মার থ্রো-য়ে আউট হন পাকিস্তানের মুনিবা আলি, কিন্তু তিনি মাঠ ছাড়তে অস্বীকার করেন। সাজঘর থেকে বেরিয়ে এসে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অধিনায়ক ফাতিমা সানা। শেষ পর্যন্ত আম্পায়ারদের সিদ্ধান্তে তাঁকে সাজঘরে ফিরতেই হয়।

তবে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মিরের মন্তব্য ঘিরে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি হঠাৎ “আজাদ কাশ্মীর” প্রসঙ্গ তোলেন। তবুও তাঁকে ভারত-পাকিস্তান ম্যাচেও ধারাভাষ্যকার হিসেবে দেখা যায়, যা আরও বিতর্ক উস্কে দেয়।

বিতর্ক পেরিয়ে এবার ম্যাচের দিকে তাকানো যাক। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ২৪৭ রান তোলে। অধিনায়ক হরমনপ্রীত ও ওপেনার স্মৃতি মান্ধানা বড় রান না পেলেও, ব্যাট হাতে দারুণ খেলেন জেমাইমা রদ্রিগেজ, যিনি মাত্র চার রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। এরপর দীপ্তি শর্মা ও স্নেহ রানার জুটি গুরুত্বপূর্ণ ৪২ রানের পার্টনারশিপ গড়ে দলের ইনিংস মজবুত করেন।

শেষদিকে ক্রিজে এসে ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ। মাত্র ২০ বলে ৩৫ রান করে, দুইটি ছক্কা হাঁকিয়ে দলের রানের গতি বাড়িয়ে দেন তিনি। তাঁর ব্যাটেই ভারতের ইনিংস শেষ হয় ২৪৭ রানে।

এরপর পাকিস্তানের ব্যাটিং ভেঙে পড়ে ভারতের বোলারদের সামনে। সুশৃঙ্খল বোলিংয়ে ভারত ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। শেষ পর্যন্ত ৮৮ রানের জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে মাঠ ছাড়ে “উইমেন ইন ব্লু”। বিতর্কে ঢাকা এই ম্যাচে ভারত প্রমাণ করল—মাঠের পারফরম্যান্সই শেষ কথা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top