জলপাইগুড়ি – জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের রামসাই বাজার সংলগ্ন এলাকায় এক চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। করম পূজার মেলায় রাতভর সময় কাটানোর পর ভোরবেলা বাড়ি ফিরে স্ত্রীকে খুন করেন স্বামী। মৃতের নাম প্রমিলা ওঁরাও (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামসাই বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা রাজকুমার ওঁরাও এবং তাঁর স্ত্রী প্রমিলা মঙ্গলবার সন্ধ্যায় পাশ্ববর্তী মুন্সি লাইন এলাকার করম পূজার মেলায় গিয়েছিলেন। রাতভর সেখানেই ছিলেন তারা। ভোরবেলা বাড়ি ফেরার পরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি।
এদিন সকালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে, স্ত্রীকে খুন করে পালিয়ে গেছেন রাজকুমার ওঁরাও। খবর জানাজানি হতেই এলাকায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে।
খুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও বচসা থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্ত রাজকুমার ওঁরাওয়ের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
