বিদেশ – দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সম্পন্ন হল এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি। করাচিতে একটি অত্যাধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার মস্কোতে অবস্থিত পাকিস্তান দূতাবাসে এই চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তানের শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের সচিব সাইফ আঞ্জুম এবং রাশিয়ার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এলএলসি-এর মহাপরিচালক ভাদিম ভেলিচকো।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির অধীনে পাকিস্তান স্টিল মিলস (PSM)-এর পুনর্গঠন ও আধুনিকীকরণ করা হবে। বহুদিন ধরে সমস্যাগ্রস্ত এই রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাটি রাশিয়ার সহযোগিতায় নতুন রূপে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ২.৬ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২,০০০ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, এটি পাকিস্তানের ইস্পাত আমদানির উপর নির্ভরতা ৩০% পর্যন্ত হ্রাস করতে সাহায্য করবে এবং শিল্প উন্নয়নের পাশাপাশি হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।
এই চুক্তিকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি পাকিস্তানের জিডিপিতে উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
