পাক অনুরাগীর বিয়েতে গান গেয়ে মহাবিপাকে পড়েছেন বলিউড গায়ক মিকা সিং। গত ৮ আগস্ট করাচিতে এক ধনকুবেরের মেয়ের বিয়েতে নিজের টিম-সহ গান গেয়েছিলেন মিকা। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভারতের অন্দরে গায়ককে নিয়ে ওঠে নিন্দার ঝড়। তার জেরেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন নিষেধাজ্ঞা জারি করল মিকার উপর।
করাচিতে এক বিয়েতে গান গেয়ে মহাবিপাকে মিকা,গায়ককে নিয়ে উঠলো নিন্দার ঝড়
করাচিতে এক বিয়েতে গান গেয়ে মহাবিপাকে মিকা,গায়ককে নিয়ে উঠলো নিন্দার ঝড়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram