নিজস্ব প্রতিবেদন ১৩ই মে ২০২১ :- ইদের শুভেচ্ছা জানিয়ে সাংঘাতিক ট্রোলড করিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার একটি ছবি পোস্ট হয়, যেখানে দেখা যাচ্ছে অমৃতসরে স্বর্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে করিনা। মন্দির চত্বরের নিয়ম মেনেই মাথায় সবুজ ওড়না। আর চোখে সানগ্লাস। ছবির ক্যাপশন, ‘আমার সব মুসলিম বন্ধু ও মুসলিম পরিবারকে জানাই ইদের শুভেচ্ছা’।
আর তাঁর এই ক্যাপশনের উপর ঝাঁপিয়ে পড়লেন নেটনাগরিকেরা। একের পর এক আক্রমণ অভিনেত্রীকে।কিন্তু এত কিছুর পরেও প্রকৃত ঘটনাটা খেয়াল করেন নি নেটনাগরিকদের প্রায় কেউই। ছবিতে করিনা কাপুর খান থাকলেও পোস্টটি তাঁর নয়। কারণ ইনস্টাগ্রামের যে প্রোফাইল থেকে পোস্টটি করা হয়েছে, তা তাঁর অফিসায়াল ইনস্টা হ্যান্ডেল থেকে নয়। ‘ফ্যান ক্লাব’-এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ছবিটি।