করুরে থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত, মৃত কমপক্ষে ৩১

করুরে থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত, মৃত কমপক্ষে ৩১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশ – তামিলনাড়ুর করুরে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের সমাবেশে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পদদলিত হয়ে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, নিহতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পর অবশেষে বিজয় মঞ্চে আসেন। বক্তৃতা শুরু হতেই ভিড়ের মধ্যে হঠাৎ শুরু হয় বিশৃঙ্খলা। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া জনসমুদ্রের চাপে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে পদদলিত হয়ে বহু মানুষ গুরুতর আহত হন। বিজয় পরিস্থিতি বুঝে তড়িঘড়ি বক্তব্য শেষ করেন। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রচুর ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে সমস্যা হয়।

ঘটনার খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান ঘটনাস্থলে পৌঁছান। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জেলা সচিব ভি সেন্থিলবালাজিকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতালে ভর্তিকৃত মানুষদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠছে, আনুমানিক ৩০ হাজার মানুষের জমায়েত হবে জেনেও কেন আগে থেকে পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়নি প্রশাসন। এই মারাত্মক দুর্ঘটনা প্রশাসনিক ব্যর্থতাকেই সামনে নিয়ে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top