‘বিশ্ব যোগ দিবস’-এ নিজের মতনকরে সেলিব্রেশন করলেন অভিনেত্রী জ্যাকলিন

‘বিশ্ব যোগ দিবস’-এ নিজের মতনকরে সেলিব্রেশন করলেন অভিনেত্রী জ্যাকলিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২১ জুন, ২০২১ :
ইয়োলো ফাউন্ডেশেন শুরু করেছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ । শুরু হওয়ার পর থেকে অনবরত কাজ করে চলেছে তাঁর ফাউন্ডেশন এবং দরিদ্রদের দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কোভিড সময়ে।জ্যাকলিন নিজে ফিটনেস ফ্রিক এবং যোগব্যায়াম তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর যোগব্যায়ামের ঝলক শেয়ারও করেন নিয়মিত।

বিশ্ব যোগ দিবসে তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যোগ ব্যায়ামের ছবি।অভিনেত্রীকে দেখা গিয়েছে উদয়ন শালিনী সংগঠনের মেয়েদের পাশে যোগা করতে দেখা গেল।ইয়োলো ফাউন্ডেশেন ব্যাবস্থাপনায় যোগ এবং প্রাণায়াম সেশনগুলি আয়োজিত হয়েছিল এবং কোভিডের সমস্ত প্রোটোকল মেনে বৃন্দার পরিচালনায় গোটা সেশনটি চলে। জ্যাকলিন এর আগে শিশুদের সঙ্গে কথাবার্তা ও বিভিন্ন খেলায় মেতেছেন।

এক এনজিওতেও গিয়েছিলেন, হাসপাতালে খাবার বিতরণ করেছেন, মুম্বই এবং পুনে পুলিশ বাহিনীকে রেনকোট বিতরণ করেছেন। কঠিন সময়ে সাহায্যের জন্য এগিয়ে আসা অন্যান্য যোদ্ধাদের সঙ্গে আলাপ করেছেন জ্যাকলিন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top