দমদম:- করোনাভাইরাস প্রতিরোধে বাড়তি সর্তকতা দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় ।আগামী ১ জুলাই থেকে সপ্তাহের তিন দিন দক্ষিণ দমদম পুর এলাকায় সমস্ত বাজার ঘাট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পুরসভা। সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার বাজার ঘাট ও দোকান বন্ধ থাকবে।

পুরসভা সূত্রে খবর, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। প্রসঙ্গত, চলতি মাসের ১৬ তারিখ দক্ষিণ দমদম পুর এলাকায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখেন জেলাশাসক সুমিত গুপ্তা। এমনকি পুরসভার প্রশাসক মণ্ডলীর সঙ্গে বৈঠক করেন তিনি। ঘুরে দেখেন কন্টেনমেন্ট জোন এলাকা।