নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২২ মার্চ, সি আর পি এফ-এর জওয়ান, কাশ্মীরে কর্মরত। এদিন সকালে দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে নামলেন। স্টেশনের বাইরে ঘুরে বেড়ালেন। বাড়ী বীরভূমের সাঁইথিয়ায়, দক্ষিনবঙ্গ পরিবহনের বাসে বাড়ীর উদ্দেশ্যে রওনাও দিলেন। কিন্তু এতকিছুর পরেও হোলনা কোন পরীক্ষা, হোলনা কোন থার্মাল টেস্টিং।
শ্রীনগরে কর্মরত সি আর পি এফ র ৭৯ ব্যাটেলিয়েনের এই জওয়ান কার্যত বিনা বাধায় দুর্গাপুর স্টেশন চত্বরের পাশাপাশি স্টেশন সংলগ্ন চায়ের দোকান ও বাসস্ট্যান্ডে বিভিন্ন লোকের সংষ্পর্ষেও এলেন। কার্যত বিনা বাধায় সে ঘুরে বেড়ালেন।কিন্তু কেন তার পরীক্ষা হল না, আর এতে সমস্যা আরও বাড়তে পারে এমনি মনে করা হচ্ছে।