নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২০ মার্চ, রাজ্যে করোনার আতঙ্ক অব্যাহত। করোনা থেকে বাঁচতে সতর্ক হল কলকাতার একাধিক থানাগুলি। কলকাতার নিউ আলিপুর থানায় মুখে মাস্ক পড়ে এবং “হ্যান্ড স্যানিটাইজেসন” করছে প্রত্যেক পুলিশ কর্মী। থানায় ঢোকার আগে ভালো করে ধুয়ে নিচ্ছে হাত।
এর পাশাপাশি আলিপুর থানার ওসি-র ঘরেও ভিজিটরদের সাথে কথা বলার জন্য ওসির টেবিল থেকে ভিজিটরদের বসার চেয়ার-এর দূরত্ব রাখা হয়েছে।