করোনার কবল থেকে বাঁচতে নবান্নকে জীবাণু মুক্ত করার কাজ শুরু হল

করোনার কবল থেকে বাঁচতে নবান্নকে জীবাণু মুক্ত করার কাজ শুরু হল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৮ মার্চ, করোনার জন্য আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়া খুব বেশি প্রয়োজন, বারংবার এরূপ বার্তা প্রেরণ করা হচ্ছে। আজ থেকে নবান্নকে জীবাণু মুক্ত করার কাজ শুরু হল।নবান্নের বিভিন্ন তলায় ও লিফটকে জীবাণু মুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে নবান্নের আমলার ঘর। নবান্নের ষষ্ঠ তলায় ৫১১ নম্বর ঘরে বসতেন উক্ত মহিলা, যার ছেলে COVID-19 ভাইরাসে আক্রান্ত।

মঙ্গলবার রিপোর্ট আসতে দেখা যায়, তাঁর ছেলে COVID-19 ভাইরাসে আক্রান্ত। কলকাতায় প্রথম করোনা আক্রান্ত লন্ডন ফেরত ওই কিশোর।নবান্ন সূত্রে খবর, ১৪ তলা থেকে প্রতিটি তলা প্রথমে জীবাণুনাশক রাসায়নিক ও তারপর ফিনাইল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। লিফটের ফ্লোর, বিভিন্ন দরজার হাতলও একইভাবে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। ৪টি দল পৃথকভাবে নবান্নকে জীবাণুমুক্ত করার কাজ করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top