নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১৭ মার্চ, করোনার গুজবে সামাজিক বয়কটের মুখে পড়ে আতঙ্কে এক চিকিৎসকের পরিবার। বসিরহাট মহকুমার মাটিয়া থানার বসিরহাট ২নং ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মথুরাপুর গ্রামের ঘটনাটি ঘটেছে। চীন ফেরত চিকিৎসক ঋতুপর্ণা মন্ডল এখন কর্মরত দিল্লির কস্তুরী বাগ হাসপাতালের ট্রেনিং সেন্টারে। চিকিৎসক পরিবারের লোক কর্মস্থলে গেলে বারেবারে শুনতে হচ্ছে যে তাদের বড়ো মেয়ে ডক্টর ঋতুপর্ণা মন্ডল করণে আক্রান্ত। পরিবারের সদস্যদের ফোন কড়া হচ্ছে এ-সংক্রান্ত খবর পাওয়ার জন্য। বোন চ্যাটার ইঞ্জিনিয়ার রনিতা মণ্ডল-এর কাছেও বিভিন্ন দিক থেকে ফোন আসছে। সবমিলিয়ে মন্ডল পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
কিন্তু চিকিৎসক ঋতুপর্ণা মন্ডল জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।রীতিমতো চিকিৎসকের পরিবার যেন সামাজিক বয়কটের মধ্যে পড়েছে।পরিবারের সদস্যদের বক্তব্য, করোনা নিয়ে সতর্ক থাকা খুবই প্রয়োজন কিন্তু এ নিয়ে গুজব ছড়ানো অন্যায়। যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের নির্দেশ দিয়েছে। তাতে এই ধরনের গুজব মানা যায় না। এর সঠিক তদন্তের দাবি করেছে চিকিৎসকের পরিবার।