২৩ মার্চ, করোনা আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব। বিদেশ ফেরত সকলকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছড়িয়েছে। সোমবার ৫টা থেকে আপাতত ৪ দিন (২৩ মার্চ – ২৭মার্চ) করোনার জেরে লকডাউনের ঘোষণা করে সরকার, সমস্ত পরিষেবা বন্ধ রাখার নিৰ্দেশ দেওয়া হয়। এরই মধ্যে দুবাইতে আটকে রয়েছেন গায়ক সোনু নিগম। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ও ছেলেও।
করোনার আতঙ্কে বলিউডের এই জনপ্রিয় গায়ক দুবাইতেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন। সাথে তিনি এখন দেশে ফিরবেন না বলেই জানিয়েছেন। সোনু জানিয়েছেন, গত ৫ মার্চ পর্যন্ত হিমালয়ের বিভিন্ন জায়গায় ছিলেন। কিন্তু তারপরেই করোনার জেরে বাতিল হয়ে যায় তাঁর মুম্বইয়ের কনসার্ট। তাই দুবাইতে চলে আসেন তিনি। সেই দুবাইতেই স্ত্রী ও ছেলের কাছে রয়েছেন সোনু নিগম।সোনু আরও বলছেন, “নিভানের (সোনুর ছেলে) এখন স্কুল বন্ধ রয়েছে। তাই ঘরবন্দি থাকতে কিছু তেমন সমস্যা নেই।করোনা আতঙ্ক যতদিন না শেষ হচ্ছে ততদিন দেশে ফিরছি না”। সোনুর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন নেটিজেনরা।