বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে করোনাকে। তবে পুরোপুরি কাবু করা যায়নি। পুজোর সময় রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যতই করোনা থাকুক, ইতিমধ্যেই দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেই। বনেদি পরিবার থেকে পাড়ার ক্লাব তোড়জোড় শুরু সর্বত্র।
পুজোর আনন্দের পাশাপাশি মানুষের সচেতনতার দিকেও নজর রাখতে হবে। নইলে সব আনন্দই মাটি হয়ে যাবে। মাহামারির পরিস্থিতির কথা মাথায় রেখে এবারে একেবারে নতুন উদ্যোগ নিলো বাগুইআটির অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাব। দুর্গা প্রতিমার মুখে পরিয়ে দেওয়া হল সোনার মাস্ক। রবিবার আনুষ্ঠানিকভাবে প্রতিমার মুখে সোনার মাস্ক পরিয়ে দেন রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। বন্ধুমহল ক্লাবের এবারের থিমের নাম ‘অরুন’। প্রয়াত শিল্পী অরুন পালের স্মৃতির উদ্দেশ্যে এই থিমের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।
তবে মায়ের মুখে শুধু সোনার মাস্ক নয়। এর পাশাপাশি হাতে রয়েছে, ইঞ্জেক্সন, অক্সিমিটার, সার্জিকাল মাস্ক-এর মতো অস্ত্র। ক্লাবের ধারণা এই থিমের সাধমে মানুষের মনে আরও বেশি সচেতনতা গড়ে তোলা সম্ভব হবে। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে তাঁদের পুজোর বাজেট অন্যবারের তুলনায় খুবই কম। সেই টাকা তাঁরা সমাজের অন্যান্য সেবামূলক কাজে ব্যবহার করছেন।