১৬ মার্চ, এবার করোনার প্রকোপ পড়ল বলিউডেও।চলতি সকল শ্যুটিং বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত।সমস্তরকম সিনেমা, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজের শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলাকুশলীদের একাধিক সংগঠন।র আগে ইতিমধ্যেই শাহিদ কাপুরের ‘জার্সি’ এবং রণবীর–আলিয়া–অমিতাভের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং বন্ধ হয়েছিল। এবার বাকি সব সিনেমা–সিরিয়াল এবং ওয়েব সিরিজের শ্যুটিংও বন্ধ হতে চলেছে সূত্রের খবর।
ভারতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১০৭। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২ জনের।পাশাপাশি মুম্বইয়ে ১৪৪ ধারা জারি করেছে মহারাষ্ট্র সরকার। ইতিমধ্যেই ‘সূর্যবংশী’ ছবির মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন পরিচালক রোহিত শেট্টি। ইরফান খানের কামব্যাক ছবি ‘আংরেজি মিডিয়াম’ও নতুন করে রিলিজ করা হবে বলে জানিয়েছেন পরিচালক হোমি আদাজানিয়া। বেশ কিছুর ছবির শ্যুটিংও বাতিল হয়েছিল করোনা আতঙ্কের জেরে। এবার ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা–সিরিয়াল–ওয়েব সিরিজের শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলাকুশলীদের বেশ কয়েকটি সংগঠন।